অ্যাক্টিভার স্মৃতি মুছে দেবে! স্কুটারের সংজ্ঞা বদলে দিতে হাজির Honda Stylo 160

স্কুটারের কথা বলতে গেলেই প্রথম যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হল – Honda Activa। হোন্ডার ঝুলিতে এতদিন পর্যন্ত যতগুলি স্কুটার থাকুক না কেন অ্যাক্টিভার সমান সুখ্যাতি তেমনভাবে অন্য কোনও মডেল করে উঠতে পারেনি। তবে এই ধারণাকে ভুল প্রমাণ করতে আবারো তৎপর জাপানি এই টু-হুইলার ব্র্যান্ডটি। Honda Stylo 160 নামে এক আকর্ষণীয় স্কুটার নিয়ে হাজির হয়েছে তারা। তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিতে সাবেকি ডিজাইনের সঙ্গে আধুনিকতার ককটেল রয়েছে এতে

Honda Stylo 160: ডিজাইন ও পেইন্ট স্কিম

রেট্রো স্টাইলের হোন্ডা স্টাইলো ১৬০-এর বডি প্যানেলের চাকচিক্য নজর কাড়ার মত। সাথে বাড়তি পাওনা চমৎকার সব কালার স্কিম। সব ক্ষেত্রেই বডির রঙের সঙ্গে ভিন্ন রঙের সিট এবং ফ্লোরবোর্ড। বড় এগজস্ট পাইপটি সম্পূর্ণ কালো রঙের। সামনের পা রাখার অংশটি যথেষ্ট চওড়া। ব্ল্যাক এবং ব্রাউন এই দুটি রঙের অপশন রয়েছে ফ্লোরবোর্ডে।

Honda Stylo 160: ফিচার্স

স্কুটারটির অত্যাধুনিক ফিচার্সের বাহার নিঃসন্দেহে তারিফ করার মত। এলইডি লাইটিং, ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জিং পোর্ট, চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে এতে। এমনকি রাইডার সেফটির বিষয়ে নজর দিতে অপশনাল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (ABS) এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) উপলব্ধ এতে।

Honda Stylo 160: ইঞ্জিন স্পেসিফিকেশন

বরাবরই রিফাইন্ড ইঞ্জিন তৈরি করার জন্য বিখ্যাত হোন্ডা। স্টাইলো ১৬০ শক্তিশালী ১৬০ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন পেয়েছে, যা সর্বোচ্চ ১৬ বিএইচপি ক্ষমতা এবং ১৫ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। শক্তিশালী এই ইঞ্জিনের মাধ্যমে স্কুটারটির পারফরম্যান্স যে উন্নত হবে তা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। ১৬০ সিসির ইঞ্জিন হওয়ার সুবাদে সপ্তাহ শেষের লং রাইড কিংবা শহরের মধ্যে যাতায়াত সবকিছুই করা যাবে এতে।

এখনো পর্যন্ত ইন্দোনেশিয়ার বাজারেই স্টাইলো ১৬০ বিক্রি করেছে হোন্ডা। আগামীতে আরও বিভিন্ন দেশে ব্যাপ্তি ঘটবে বলেই জানাচ্ছে তারা। সেই তালিকায় ভারতের নাম আছে কিনা, তা অবশ্য খোলসা করে বলেনি হোন্ডা।