TVS Zeppelin R: সামনের মাসে টিভিএস-এর প্রথম ক্রুজার লঞ্চ হওয়ার আগেই ফাঁস ছবি, বাইকপ্রেমীদের জন্য বড় চমক

ব্লক অফ ইয়োর ইনভাইটে’ বড় করে ইংরেজি ‘টি’ লেখার অর্থ হয়ত এবার উদঘাটন হল। আগামী ৬ জুলাই নতুন মডেল আনছে TVS। পরশুদিন লঞ্চের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। তবে সেটি বাইক না স্কুটার এমনকি কোনও নামও উল্লেখ করেনি তারা। তবে জল্পনা শোনা যাচ্ছে, ২০২৮ সালের অটো এক্সপো ইভেন্টে প্রদর্শিত Zeppelin কনসেপ্ট ক্রুজার বাইকের প্রোডাকশন ভার্সনের পর্দাফাঁস হতে পারে। এখন এই প্রথম টিভিএস-এর ওই প্রথম ক্রুজার বাইকের ছবি প্রকাশ্যে এল‌।

TVS Zeppelin R (এই নামে ট্রেডমার্ক)-এর হেডলাইটের ছবি ফাঁস হয়ে উদ্দীপনা বাড়িয়ে তুলল বহুগুণ। সাধারণ ক্রুজার বাইকের মতো এর হেডল্যাম্পও গোল। আর তার মধ্যে টি আকৃতির এলইডি ডিআরএল। উল্লেখ্য, Zeppelin কনসেপ্টে কিছুটা আয়তকার হেডলাইট দেওয়া হয়েছিল। বলা যেতে পারে, কনসেপ্ট ও ফাইনাল মডেলের মধ্যে ডিজাইনে প্রচুর পরিবর্তন থাকবে।

৬ জুলাই লঞ্চের আগে এই ছবি ফাঁস নিশ্চিত করছে, সে দিনই আত্মপ্রকাশ করবে টিভিএস-এর প্রথম ক্রুজার বাইক TVS Zeppelin R। এতে ২২০ সিসির ইঞ্জিন থাকার প্রবল সম্ভাবনা। যা থেকে ২০ বিএইচপি ক্ষমতা এবং ১৮.৫ এনএম টর্ক পাওয়া যেতে পারে। বিশেষ ফিচারগুলির মধ্যে থাকবে ডিজিটাল কনসোল এবং স্মার্টফোন কানেক্টিভিটি।

অনুমান, TVS Zeppelin R-এর দাম ১.৬০ লাখ টাকার আশাপাশি থাকবে (এক্স-শোরুম)। ক্রুজার বাইকের বাজারে এটি প্রতিপক্ষ হিসাবে পাবে Bajaj Avenger 220 Cruise ও Royal Enfield Bullet 350-কে। আপাতত অধীর আগ্রহে জুলাইয়ের ৬ তারিখ আসার জন্য অপেক্ষা