৭০০০ টাকা সস্তা হল iQOO-র 5G স্মার্টফোন, সাথে ৩০০০ টাকার Vivo বাডস বিনামূল্যে

iQOO 11 5G ক্রেতাদের ২,৯৯৯ টাকার ভিভো টিডাব্লুএস এয়ার বিনামূল্যে দেওয়া হবে

অ্যামাজন ইন্ডিয়ায় চলছে iQOO Quest Days সেল, যা আগামী ১৯ জুন পর্যন্ত লাইভ থাকবে। এই সেলে আপনি এমআরপির থেকে খুব কম দামে iQOO স্মার্টফোন কিনতে পারবেন। তাই আপনি যদি এই সেল থেকে একটি প্রিমিয়াম ক্যাটাগরির ফোন নিতে চান, তবে iQOO 11 5G একটি দুর্দান্ত বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৬১,৯৯৯ টাকা। তবে সেলে আপনি এটি ৫৪,৯৯৯ টাকায় কিনতে পারেন। এছাড়া ব্যাংক অফারের লাভ ওঠাতে পারলে ফোনটির দাম ৩ হাজার টাকা পর্যন্ত কমানো যাবে।
 
আবার এক্সচেঞ্জ অফারে iQOO 11 5G হ্যান্ডসেটটি ২৫,৮০০ টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জে ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। এখানেই শেষ নয়, iQOO 11 5G ক্রেতাদের ২,৯৯৯ টাকার ভিভো টিডাব্লুএস এয়ার বিনামূল্যে দেওয়া হবে।

iQOO 11 5G এর বিশেষত্ব

আইকো ১১ ৫জি ফোনের সামনে দেখা যাবে ১৪৪০×৩২০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চির ২কে ই৬ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রসেসর হিসেবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। ফটোগ্রাফির জন্য আইকোর এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ঊ এবং ১৩ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। একই সঙ্গে সেলফি তোলার জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলবে।