Vi ও BSNL এর ঘর ভেঙে লক্ষ লক্ষ নতুন গ্রাহক যোগ করছে Jio, Airtel

Reliance Jio, Airtel, BSNL এবং Vodafone Idea ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কেমন ফল করল

এই মুহূর্তে ভারতবর্ষের প্রধান চারটি টেলিকম অপারেটর হল Reliance Jio, Airtel, BSNL এবং Vodafone Idea। এরমধ্যে প্রথম দুই সংস্থা গত দুই বছর ব্যবসায়িক দিক দিয়ে ভালো ফল করলেও Vi ও Bharat Sanchar Nigam Limited কে বাজারে টিকে থাকতে যথেষ্ট লড়াই করতে হয়েছে। চলতি বছরেও দ্বিতীয় মাসেও এর অন্যথা হয়নি। ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী, Jio ও Airtel ফের তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তবে অন্য দুই সংস্থা ক্রমাগত গ্রাহক হারাচ্ছে।

ফেব্রুয়ারি ২০২৩-এ কেমন ফল করল Reliance Jio, Airtel, BSNL এবং Vodafone Idea

ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় টেলিকম সংস্থাগুলির অবস্থান জানিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল এবং জিও পুনরায় তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে এবং ভোডাফোন ও বিএসএনএল তাদের গ্রাহক সংখ্যা হারিয়েছে।

ট্রাইয়ের প্রকাশিত তথ্য অনুসারে, এয়ারটেল এবং জিও ফেব্রুয়ারিতে যথাক্রমে ০.৯৮ মিলিয়ন (৯ লক্ষ ৮০ হাজার) এবং ১ মিলিয়ন (১০ লক্ষ) ওয়্যারলেস গ্রাহক যোগ করতে পেরেছে। একই সময়ে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া যথাক্রমে ১ মিলিয়ন (১০ লক্ষ) এবং ২ মিলিয়ন (২০ লক্ষ) ওয়্যারলেস গ্রাহক হারিয়েছে।

আবার সক্রিয় গ্রাহকের ক্ষেত্রে Jio এবং Airtel যথাক্রমে ৩.১৬ মিলিয়ন (৩১ লক্ষ ৬০ হাজার) এবং ০.৭৯ মিলিয়ন (৭ লক্ষ ৯০ হাজার) ওয়্যারলেস গ্রাহক যোগ করেছে। আর বিএসএনএল এবং ভোডাফোন যথাক্রমে ০.৪ মিলিয়ন (৪ লক্ষ) এবং ০.৭৮ মিলিয়ন (৭ লক্ষ ৮০ হাজার) ওয়্যারলেস গ্রাহক হারিয়েছে।

ভারতে ইতিমধ্যেই 5G পরিষেবা চালু করেছে Reliance Jio এবং Airtel। তবে Vodafone Idea কবে ভারতে 5G সার্ভিস শুরু করবে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে 5G-র জমানায় এখনও 4G নেটওয়ার্ক চালু করতে পারেনি BSNL। এদিকে Vodafone Idea রেগুলেটরের কাছে অভিযোগ করেছে যে Jio ও Airtel যেভাবে বিনামূল্যে 5G ডেটা অফার করছে, তাতে টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। যদিও এই বিষয়ে ট্রাই এখনও কিছু জানায়নি।