ওজন মাত্র ১৩ কেজি, Mi Electric Scooter 3 বিশ্ব বাজারে লঞ্চ হল

Mi ব্র্যান্ডিংয়ের অধীনে এখন স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারফোন, ইয়ারবাডস, রোবট ভ্যাকুয়াম ক্লিনারের মতো রকমারি পণ্য নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় চীনা প্রতিষ্ঠান শাওমি (Xiaomi)। আবার চীনে ব্যাটারিচালিত যানবাহনের বেশি চাহিদা থাকায়, স্বল্প দূরত্বে অল্প খরচে যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করে ফেলেছে তারা। চীনে লঞ্চ করা শাওমির এমনই এক বৈদ্যুতিক স্কুটার Mi Electric Scooter 3 এবার পাড়ি জমাল ইউরোপের বাজারে।

বিশ্ব বাজারে লঞ্চ হয়ে গেল Mi Electric Scooter 3

এমআই ইলেকট্রিক স্কুটার ৩ এর গ্লোবাল ভার্সনে Pro 2 মডেলের স্কুটারের মোটর এবং 1S স্কুটারের ব্যাটারি ব্যবহার করেছে শাওমি। জানা গেছে ২৭৫ ওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের দৌলতে এমআই ইলেকট্রিক স্কুটার ৩ একটানা ৩০ কিমি পথ চলতে পারবে।

এমআই ইলেকট্রিক স্কুটার ৩-এর সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টা। এর ওজন ১৩ কেজি এবং সর্বাধিক ১০০ কেজি লোড নিতে পারে৷ ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৮.৫ ঘন্টা।

Mi Electric Scooter 3-এর অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম চেসিস, সামনে রিজেনারিটেভ অ্যান্টি-লক ব্রেকিং, পিছনে ডুয়েল পড ডিস্ক ব্রেক, ২ ওয়াটের হেডলাইট।

এমআই ইলেকট্রিক স্কুটার ৩-এর দাম ৪৫০ ইউরো রাখা হয়েছে৷ স্কুটারটি অনিক্স ব্ল্যাক ও গ্রাভিটি গ্রে কালার অপশনে পাওয়া যাবে। এটি ভারতে কবে নাগাদ আসতে পারে, সেই বিষয়ে অবশ্য শাওমি কিছু জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন