অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেরত এল Google Maps এর এই বহুল জনপ্রিয় ফিচার

টেক জায়ান্ট Google সবসময়ই তার পরিষেবাগুলিতে কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করে; ফলস্বরূপ ইউজাররা একাধিক নতুন ফিচার দেখতে পান। কিন্তু অনেক সময়ে মার্কিনি সংস্থাটি কোনো কোনো ফিচার রিমুভ করারও সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ বা বহুল ব্যবহৃত ফিচার রিমুভ হলে আমাদের বেশ অস্বস্তিই হয়। এইরকমই একটি জনপ্রিয় অথচ অপসৃত ফিচার হল Google Maps-এর Compass Indicator যা ২০১৯-এর গোড়ার দিকে সরানো হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল ভার্চুয়াল মানচিত্রটির ইন্টারফেস ক্লিন আপ করার জন্য এটির অপসারণ করা হচ্ছে। তবে খুশির খবর এটাই যে, অ্যান্ড্রয়েড ইউজারদের বিপুল চাহিদা ও অনুরোধের কারণে, সম্প্রতি Maps-এর নেভিগেশন স্ক্রিনে ফের Compass Needle Indicator ফিচারটি অন্তর্ভুক্ত করতে চলেছে Google।

এক্ষেত্রে, আপনি যদি Compass Indicator সমেত Google Maps-এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Maps অ্যাপটি ১০.৬২ ভার্সনে আপডেট করতে হবে; এই ভার্সনের স্টেবল আপডেটটি ইতিমধ্যেই রোলআউট হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু আপনি যদি এখনও এটি না পেয়ে থাকেন, তাহলে APKMirror-এর মতো কোনো ওয়েবসাইট থেকে বিশেষ ইনস্টলারের সাহায্যে এটি ইন্সটল করতে পারবেন। তবে মনে করা হচ্ছে যে, নতুন আপডেটের ফলে এই ফিচারটির ব্যবহার-সংক্রান্ত পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে।

যেমন অ্যান্ড্রয়েড পুলিশ (AndroidPolice) জানিয়েছে যে, Google, ইতিমধ্যেই এই ফিচারটির সাপোর্ট থ্রেড আপডেট করেছে যার ফলে বিশ্বব্যাপী সকল অ্যান্ড্রয়েড ইউজার এখন এই ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে এর আগে যেখানে ফিচারটি অ্যাক্সেস করতে স্টার্টিং লোকেশন এবং ডেস্টিনেশন চয়ন করতে হত, সেখানে এখন ফিচারটি ব্যবহার করতে কোনো পূর্বনির্ধারিত গন্তব্যে নেভিগেশন শুরু করতে হবে তবেই কম্পাসটি নির্দিষ্ট তথ্য প্রদর্শন করবে।

এদিকে 9to5Google-এর এক সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে যে, গত দু’বছর ধরে অ্যান্ড্রয়েড ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে না পারলেও আশ্চর্যজনকভাবে আইফোন ইউজার এটি অ্যাক্সেস করতে পারত। সেক্ষেত্রে বর্তমানে Apple-এর ‘Pro Max’ মডেল ছাড়া প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইসে, আইফোন কাউন্টারপার্টের তুলনায় উচ্চপ্রযুক্তিসম্পন্ন ও অত্যাধুনিক। তাই অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে না পারলেও আইফোন ইউজারদের ক্ষেত্রে কীভাবে কম্পাস ফিচারটির ব্যবহার অব্যাহত রইল, সেই বিষয়টি সুস্পষ্ট নয়। একইসাথে, এই ফিচারটি রিমুভ করার কারণ হিসেবে গুগল যে ইন্টারফেস ‘ক্লিন আপ’-এর দোহাই দিয়েছিল, তার সত্যতা নিয়েও যথেষ্ট সংশয় আছে। তবে যাই হোক, এই ফিচারটি যে আবার জনসাধারণ ব্যবহার করতে পারবে এটাই সবথেকে বড় কথা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন