পাওয়া যাবে নির্ভুল নেভিগেশন রেজাল্ট, RTK টেকনোলজির ওপর কাজ করছে Oppo

স্মার্টফোন দুনিয়ায় একটি জনপ্রিয় নাম Oppo। বিগত কয়েক বছর ধরে এই চীনা-ভিত্তিক সংস্থাটি তার দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সের মাধ্যমে ইউজারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে এবার Oppo যে ফিচারের ওপর কাজ করছে তা নিঃসন্দেহে সংস্থার নাম জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে পারে। রিপোর্ট অনুযায়ী, অপ্পো এবার কাজ করতে চলেছে RTK (রিয়েল টাইম কাইনেটিক) টেকনোলজি নিয়ে। দিন তিনেক আগে সংস্থাটি ঘোষণা করেছে, তারা RTK টেকনোলজি ভিত্তিক নতুন একটি অ্যালগরিদম তৈরি করেছে, যার সাহায্যে কোনো অতিরিক্ত সরঞ্জাম ছাড়াই ১ মিটার ব্যাসের মধ্যে সঠিক লোকেশন নির্ধারণ করা সম্ভব হবে।

RTK বা রিয়েল টাইম কাইনেটিক টেকনোলজি কী?

রিয়েল টাইম কাইনেটিক (RTK) পজিশনিং টেকনোলজি হল, একটি স্যাটেলাইট নেভিগেশন টেকনিক। এটি GPS, Galileo, NavIC বা BeiDou-র মতই একটি প্রযুক্তি যা উপগ্রহ ভিত্তিক পজিশনিং সিস্টেমের (GNSS বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত ডেটা থেকে আরো স্পষ্ট লোকেশন রেজাল্ট সরবরাহ করে। সোজা ভাষায় বললে, এই টেকনোলজিটি নির্ভুল নেভিগেশন রেজাল্ট দিতে সক্ষম।

আপাতত, এই প্রযুক্তিটির বাস্তবায়নের জন্য বা স্মার্টফোনে এই প্রযুক্তিটি ব্যবহার করতে, অপ্পো চায়না মোবাইলের সাথে হাত মিলিয়েছে যা মূলত গ্রাউন্ড-বেসড সিস্টেম এবং 5G টাওয়ার স্থাপনের কাজ করছে। অপ্পোর এই RTK টেকনোলজি ভিত্তিক অ্যালগরিদম মূলত জিপিএস, সেল টাওয়ার, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ এবং হ্যান্ডসেটের অ্যান্টেনাসহ ফোনের সমস্ত সেন্সর থেকে তথ্য সংগ্রহ করবে। এছাড়া এটি অন্যান্য ইকুইপমেন্টের হস্তক্ষেপের বিরুদ্ধেও কাজ করে।

এই ১ মিটার অবধি নির্ভুল লোকেশন মাপার ফিচারটি আগামী দিনে নজরদারি এবং ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। অপ্পো এবং চায়না মোবাইলের মতে, সব কিছু ঠিকঠাক থাকলে প্রযুক্তিটি আগামী বছরে চীনে বাণিজ্যিকভাবে উপলব্ধ হবে। তবে ওই দেশের বাইরে কীভাবে এই প্রযুক্তিটি কাজে লাগানো হবে বা চীন ছাড়া বিশ্বের অন্যান্য জায়গায় এই প্রযুক্তিযুক্ত ডিভাইস উপলব্ধ হবে কিনা – সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।