Acer E-Scooter: ল্যাপটপের পর এবার গাড়ি, পুজোর আগে কম দামে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে চমকে দিল এসার

তাইওয়ানের বহুজাতিক প্রযুক্তি সংস্থা এসার (Acer) ভারতের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করল। Acer MUVI 125 4G নামক মডেলটি দেশীয় ইভি নির্মাতা eBikeGo (ইবাইকগো)-র সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনা হয়েছে। ডিজাইন এবং উৎপাদন করেছে ইবাইকগো-ই। ই-স্কুটারটির দাম ১ লক্ষ টাকা (এক্স-শোরুম) স্থির করেছে এসার। কার্যত এতদিন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব সহ নানা বৈদ্যুতিন সামগ্রী তৈরির পর ভারতের ইলেকট্রিক ভেহিকেলের দুনিয়ায় পথচলা শুরু হল এসারের।

Acer MUVI 125 4G ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল

শীঘ্রই Acer MUVI 125 4G-এর প্রি-বুকিং শুরু হয়ে যাবে। যারা ইলেকট্রিক স্কুটারটির ডিলারশিপ গ্রহণ করতে চান, তাঁদের আহ্বান জানাচ্ছে এসার। অগ্রিম বুকিং হোক বা ডিলারশিপ নিতে আগ্রহ, সমস্ত তথ্য ভারতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

গ্রেটার নয়ডাতে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ‘ইন্ডিয়া এক্সপো ২০২৩’-এ প্রথম প্রদর্শিত হয়েছিল এই ইলেকট্রিক স্কুটার। নির্দিষ্ঠ স্থানে চার্জে বসানোর ঝুটঝামেলা থেকে রেহাই দিতে এতে দেওয়া হয়েছে বদলযোগ্য বা সোয়াপেবল ব্যাটারি। ৪৮ ভোল্ট ৩৫.২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার একজোড়া রিমুভেবল ব্যাটারি পুরো চার্জ থাকলে ৮০ কিলোমিটার ছুটবে। আর টপ স্পিড ঘন্টা প্রতি ৭৫ কিলোমিটার।

সংস্থার দাবি, ব্যাটারিটি চার ঘন্টাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার চালক চাইলে একেকবারে একটি করে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। শহুরে রাস্তায় চলার ক্ষেত্রে ভবিষ্যৎ দিশারি হিসেবে এসেছে মডেলটি। এতে উপস্থিত একটি ১৬ ইঞ্চি হুইল, ফন্ট হাইড্রোলিক ফর্ক এবং রিয়ার শক অ্যাবসর্বার সিস্টেম।

হোয়াইট, ব্ল্যাক ও গ্রে কালারে Acer MUVI 125 4G বেছে নেওয়া যাবে । এসার জানিয়েছে তাদের এই উদ্ভাবনী ই-স্কুটারটি ব্যাপক অর্থে কাস্টমাইজ করা যাবে। আবার প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল ক্রেতাদের জন্য এটি আদর্শ। অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে এটি। এতে উপস্থিত ব্লুটুথ চালিত ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যা তিন কনফিগারেশন সমর্থন করে।