Samsung এর দুই নয়া 5G স্মার্টফোন জলদিই লঞ্চ হতে চলেছে, থাকবে শক্তিশালী ব্যাটারি

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের A-সিরিজের দুটি নতুন সংযোজন, Galaxy A54 5G এবং Galaxy A34 5G-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। এই স্মার্টফোনগুলি সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু তথ্য সামনে এসেছে। সম্প্রতি Galaxy A54-এর রিপেয়ারাবিলিটি স্কোর প্রকাশ্যে এসেছিল, যা স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S23-এর থেকেও আশ্চর্যজনকভাবে বেশি ছিল। Galaxy A54 এবং Galaxy S23 উভয়ই ডিজাইন এবং চেহারার দিক থেকে একই হবে বলে মনে করা হচ্ছে। আর এখন, Galaxy A54 5G এবং Galaxy A34 5G মডেল দুটিকে সংযুক্ত আরব আমিরশাহীর টেলিকম নিয়ন্ত্রক, টিডিআরএ (TDRA)-এর সাইটে স্পট করা গেছে এবং আগামী মাসে লঞ্চের সম্ভাবনা তীব্র করেছে। আসুন তাহলে সার্টিফিকেশন তালিকা থেকে এই Galaxy A-সিরিজের ফোনগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 5G পেল TDRA-এর অনুমোদন

গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন দুটি যথাক্রমে SMA346E/DSN এবং SMA546E/DS মডেল নম্বরগুলির সাথে টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও এই শংসাপত্রটি স্মার্টফোনগুলি সম্পর্কে কোনও প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, তবে এটি নির্দেশ করে যে হ্যান্ডসেটগুলি শীঘ্রই লঞ্চ করা হবে। তালিকাটি নিশ্চিত করে যে, ডিভাইস দুটি সংযুক্ত আরব আমিরশাহী বাজারে আত্মপ্রকাশ করবে।

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি- উভয় হ্যান্ডসেটই বর্তমানে একাধিক ওয়েবসাইট এবং সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হচ্ছে, যা প্রকাশ করে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। তবে এখনও A-সিরিজের ফোনগুলির লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে স্যামসাংয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, গ্যালাক্সি এ৩৪ ৫জি দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে আসবে – ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। কোনও কোনও অঞ্চলে এর বেস ভ্যারিয়েন্টের দাম ৪৩০ ইউরো (প্রায় ৩৮,১০০ টাকা) এবং হাই-এন্ড মডেলের দাম ৪৯০ ইউরো (প্রায় ৪৩,৪০০ টাকা) হবে বলে জানা গেছে।

অন্যদিকে, Samsung Galaxy A54 5G ফোনটি ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল এবং ৪,৯০৫ এমএএইচ ব্যাটারি সহ আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সাইটের তালিকাটি এই ডিভাইসের সাথে একটি EB-BA546BY মডেল নম্বর যুক্ত ৪,৯০৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং একটি ২৫ ওয়াটের EP-TA800 চার্জিং অ্যাডাপ্টারের উপস্থিতিও প্রকাশ করেছে৷ স্মার্টফোনটি এগুলি ছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই ৬, এসডি কার্ড এবং এনএফসি সাপোর্ট করবে বলে জানা গেছে।