Bajaj-Triumph জুটিতে বাজার তুলকালাম, বাইকের ব্লকবাস্টার চাহিদা দেখে বড় ঘোষণা

ট্রায়াম্ফ মোটরসাইকেলস ইন্ডিয়া (Triumph Motorcycles India) ও বাজাজ অটো (Bajaj Auto) যৌথভাবে ভারতে তাদের নতুন মোটরসাইকেল Speed 400 ও Scrambler 400 X লঞ্চ করেছে। বাইকগুলির ব্লকবাস্টার চাহিদা দেখে বাজাজের সহযোগিতায় দেশজুড়ে প্রচুর শোরুম খোলার পরিকল্পনা করছে ট্রায়াম্ফ। ২০২৩-২৪-এর মধ্যে এদেশে ১০০টি নতুন ডিলারশিপ খোলার লক্ষ্য স্থির করেছে সংস্থাদ্বয়।

Triumph ভারতে তাদের শোরুমের সংখ্যা একশোয় নিয়ে যাবে

400 twins -এর হাত ধরে দামী প্রিমিয়াম বাইক নির্মাতা ট্রায়াম্ফ এদেশের তুলনামূলক সস্তার মডেল লঞ্চ করেছে। ফলে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছে যাবে তাদের বাইক। Speed 400 ও Scrambler 400X চাকানে বাজাজের নতুন কারখানায় তৈরি হচ্ছে। দেশের বাজারে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছে যেতে ট্রায়াম্ফের প্রয়োজন অধিক ডিলারশিপ।

এই প্রসঙ্গে বাজাজ অটো-র সভাপতি সুমিত নারাঙ্গ জানিয়েছেন, বর্তমানে ভারতে ট্রায়াম্ফের ১৫টি ডিলারশিপ সক্রিয় রয়েছে। এমাসের মধ্যেই যা ৩০-এ নিয়ে যাওয়া হবে। পরবর্তী দু’মাসের মধ্যে আরও বাড়িয়ে ডিলারশিপের সংখ্যা ৫০-এ পৌঁছানো হবে। এবং ২০২৪ সালের মার্চের মধ্যে মোট ১০০টি আউটলেট খোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

ট্রায়াম্ফ ও বাজাজ-এর যৌথ উদ্যোগে লঞ্চ করা মোটরসাইকেল Speed 400-এর দাম ২.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। তবে এই মূল্য প্রথম ১০,০০০ ক্রেতার জন্য উপলব্ধ হবে। তারপর বাইকটির দাম বাড়িয়ে ২.৩৩ লক্ষ টাকা করা হবে। বাইকটির দাম যে এতটা কম রাখা হবে, তা অনেকেই আশা করেননি। এমনকি Harley-Davidson X440-এর থেকেও সস্তা এটি।

৩৫০-৫০০ সিসি সেগমেন্টে Royal Enfield-এর একচ্ছত্র আধিপত্য দেখে Harley-Davidson ও Triumph-এর মত সংস্থাগুলি এক্ষেত্রে নিজেদের বাইক লঞ্চ করেছে। ট্রায়াম্ফ তাদের Speed 400-এর ডেলিভারি জুলাই এর মাঝামাঝি থেকে আরম্ভ করবে। আবার Scrambler 400X এবছর অক্টোবরে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।