ফোনে Android 13 আপডেট এলে পাবেন এই সমস্ত ফিচার, এক ক্লিকেই হয়ে যাবে কাজ

স্মার্টফোন মানেই নানারকম সুবিধাজনক ফিচার। বলতে গেলে মুঠোফোন যেভাবে আমাদের বর্তমান জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে বা আমাদের রোজ দিনের অধিকাংশ কাজই সহজ সরল করে দিচ্ছে, তার মূল ভিত্তি কিন্তু ফোনে থাকা ফিচার। সবমিলিয়ে আজকাল মোবাইল ক্রেতারা বেশি ফিচারযুক্ত মডেলের দিকে ঝুঁকছেন, অন্যদিকে ফোন নির্মাতা সংস্থা বা সফ্টওয়্যার ডেভেলপার কোম্পানিগুলি বিভিন্ন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। যেমন চলতি বছরের প্রথমদিকে চালু হওয়া টেক জায়ান্ট Google তার লেটেস্ট Android 13 ওএসে এমন কিছু বিশেষ ফিচার দিয়েছে, যা বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারই বেশ পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনিও যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হন এবং আপনার ফোনে নয়া Android 13 আপডেট ইতিমধ্যেই এসে থাকে, তাহলে আপনি এই সফ্টওয়্যারে থাকা কিছু নতুন ফিচার ব্যবহার করে এক ক্লিকেই নিজের কাজ সারতে পারবেন।

আপনার ফোনে Android 13 ওএস থাকলে পাবেন এই ফিচারগুলি

১. মেটেরিয়াল থিম আইকন: লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের এই ফিচারটি বেশ আশ্চর্যজনক। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, আপনি আপনার ফোনের হোম স্ক্রিনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। এটি ব্যবহারের জন্য আপনাকে হোম স্ক্রিনে লং প্রেস করতে হবে, যারপরে আপনি ওয়ালপেপার (Wallpaper) এবং স্টাইল (Style)-এর মত অপশন পাবেন। এখান থেকে আপনাকে থিমড্ আইকন (Themed Icons) অপশন বেছে নিয়ে টগল অন করতে হবে। 

২. মাল্টিপল ল্যাঙ্গুয়েজ: চলতি বছরের অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে, এর সাহায্যে আপনি বিভিন্ন অ্যাপের জন্য বিভিন্ন ভাষা সেট করতে পারবেন। মানে, আপনি আপনার পছন্দের ভাষায় একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই ভাষা ফোনের অন্য সব অ্যাপের সাথে কাজ করবেনা। বলে রাখি, এটি ব্যবহার করতে আপনাকে সেটিংসে (Settings) যেতে হবে এবং সিস্টেমে (System) ক্লিক করতে হবে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট (Language & Input) অপশন পাবেন। এই অপশন থেকে আপনাকে আবার অ্যাপস ল্যাঙ্গুয়েজ (Apps Languages) ​​বিকল্পটি বেছে নিতে হবে।

৩. ওয়ান হ্যান্ড মোড: এই ফিচারটি বহুদিন ধরেই অ্যান্ড্রয়েডে বিদ্যমান রয়েছে, কিন্তু এটি ব্যবহার করার জন্য স্মার্টফোন ইউজারদের সেটিংসে অনেক কাটাছেঁড়া করতে হয়েছে। তবে এখন গুগল এই ফিচারটিকে সহজ সরল করে দিয়েছে। এক্ষেত্রে ওয়ান হ্যান্ড মোড অন করার জন্য বা স্বচ্ছন্দে এক হাতে ফোন ব্যবহার করতে আপনাকে কুইক সেটিং মেনু খুলতে হবে। এখানে আপনি একটি পেন্সিলের মতো বিকল্প পাবেন, যা আপনাকে দ্রুত সেটিংসে মোডটি যুক্ত করতে পারবেন।

৪. QR Code স্ক্যান: এখনও পর্যন্ত কিউআর (QR) কোড স্ক্যান করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ইউজাররা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে অ্যান্ড্রয়েড ১৩-র সাথে গুগল যে ফিচার দিয়েছে সেটি কাজে লাগিয়ে আপনি ওয়ান হ্যান্ড মোডের মত কুইক সেটিংসে কিউআর স্ক্যান অপশন যোগ করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অ্যাপ চালু করতে হবে না। 

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চেক: অ্যান্ড্রয়েড ১৩ চালিত ফোনে অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে কতটা ব্যাটারি খরচ করছে তা পরীক্ষা করতে ব্যাটারি সেটিংয়ে যেতে হবেনা। এক্ষেত্রে আপনি নোটিফিকেশন বারটি দুবার সোয়াইপ করলেই কোন অ্যাপ ব্যবহার না করা সত্ত্বেও সক্রিয় আছে সে সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাবেন। এছাড়াও আপনি অ্যাক্টিভ অ্যাপস শর্টকাট থেকে ব্যাটারি খরচ সম্পর্কে জানার এবং সেগুলির অ্যাক্টিভিটি বন্ধ করার বিকল্প পাবেন।