Bajaj-Triumph বাইকের অন-রোড প্রাইস দেখে হার্ট ফেল হওয়ার অবস্থা সবার, দাম কত পড়ছে

ভারতে ট্রায়াম্ফ (Triumph)-এর সবচেয়ে সস্তার মডেল হিসেবে সদ্য লঞ্চ হয়েছে Speed 400। এটি বাজাজ (Bajaj)-এর সাথে সম্মিলিতভাবে আনা হয়েছে। বাজাজের চাকানের নতুন কারখানায় যার উৎপাদনের কাজ চলছে। রোডস্টার বাইকটির দাম আকর্ষণীয়ভাবে কম রাখার জন্য লঞ্চের পর থেকেই বাজারে ঝড় তুলেছে এটি। তবে সম্প্রতি অনলাইনে বাইকটির অন-রোড প্রাইস সংক্রান্ত ফাঁস হওয়া একটি স্ক্রিনশট-কে ঘিরে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। যেখানে দেখা গেছে, বাইকটির অন-রোড দাম ৩.৩৮ লক্ষ টাকা পড়ছে। এই প্রসঙ্গে বাজাজ সাফ জানিয়েছে, এখনও পর্যন্ত তারা এই বাইকটির অন-রোড মূল্য নির্ধারণ করেনি। তাই স্ক্রিনশটে দাবি করা Triumph Speed 400-এর মূল্য সম্পূর্ণ ভুল।

Triumph Speed 400-এর ভুল আনরোড মূল্যকে ঘিরে জোর চর্চা

ট্রায়াম্ফ তাদের নতুন স্পীড ৪০০-এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুয়) ধার্য করেছে। আবার প্রথম দশ হাজার ক্রেতার হাতে ২.২৩ লক্ষ টাকায় এর চাবি তুলে দেওয়া হবে বলেও জানানো হয়। এই প্রসঙ্গে বাজাজ অটো এক অফিসিয়াল বিবৃতিতে বলেছে, “বাজাজ অটো ক্রেতাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেরা দাম ও স্বচ্ছতা প্রদান করে থাকি। আমরা সকল ক্রেতা এবং সংবাদ মাধ্যমগুলির কাছে আবেদন জানাচ্ছি যে, দয়া করে সোশ্যাল মিডিয়ার এই গুজবে কান দেবেন না। যেখানে Speed 400-এর নতুন অন-রোড প্রাইস দেখানো হয়েছে।”

বাজাজ জানিয়েছে, “কোম্পানি এখনো পর্যন্ত বাইকটির অন-রোড মূল্য প্রকাশ করেনি। ১০ জুলাই যা ঘোষণা করা হবে। বর্তমানে ২.২৩ লাখ টাকা এক্স-শোরুম মূল্যে প্রথম দশ হাজার ক্রেতাকে বিক্রি করা হবে বাইকটি। পরবর্তীতে এর মূল্য বাড়িয়ে ২.৩৩ লাখ টাকা (এক্স-শোরুম ) করা হবে। এ মাস থেকেই এর ডেলিভারি শুরু হবে।”

সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা স্ক্রিনশটে Triumph Speed 400-এর জন্য পথ কর বাবদ ৪৬,৫৫৩ টাকা, ডেলিভারি চার্জ ১৭,০০০ টাকা, রেজিস্ট্রেশন এবং আরটিও চার্জ ৩,৯৩৭ টাকা, আরএসএ বাবদ ৬,০১৬ টাকা, বীমা ২৩,৫৯২ টাকা এবং ইন্ট্রো কিট ৮,৫০০ টাকা দেখানো হয়েছে। সবমিলিয়ে মোটরসাইকেলটির দাম পড়ছে ৩,৩৮,৫৯৮ টাকা। মোটরসাইকেলটি লঞ্চের সময় এর সাথে ইন্ট্রোকিট উপলব্ধ কিনা, তা এখনও স্পষ্টভাবে জানায়নি ট্রায়াম্ফ ও বাজাজ। সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ১০ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রেতাদের।