রেডমির এবছরের সেরা বাজি, একদিন পরেই আসছে Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi) সম্প্রতি নিশ্চিত করেছে যে, পরবর্তী প্রজন্মের Note 12 সিরিজটি আগামী ২৭ অক্টোবর হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে। এই আসন্ন Note সিরিজে কমপক্ষে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলি হল- Redmi Note 12, Note 12 Pro এবং Note 12 Pro+ 5G। লঞ্চের তারিখের সাথেই, ব্র্যান্ডটি আপকামিং ডিভাইসগুলির ডিজাইন এবং এগুলির কিছু বিবরণও প্রকাশ্যে এনেছে। এর পাশাপাশি, এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় Redmi Note 12 Pro এবং Note 12 Pro+-এর কিছু রেন্ডারও শেয়ার করেছেন, যা এই মডেল দুটির ডিজাইন প্রদর্শন করেছে। চলুন লঞ্চের আগে, এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Redmi Note 12 Pro সিরিজের রেন্ডার

রেডমি সম্প্রতি ঘোষণা করেছে যে, পরবর্তী প্রজন্মের নোট ১২ সিরিজটি আগামী ২৭ অক্টোবর হোম মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানি দ্বারা প্রকাশ করা নোট ১২ প্রো স্মার্টফোনের টিজারটি থেকে জানা গেছে যে, ডিভাইসটির ফ্ল্যাট এজ এবং ফ্ল্যাট ব্যাক রয়েছে। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ইউনিট সহ ট্রিপল-ক্যামেরা সেটআপের সাথে আসবে। প্রধান সেন্সরটি সনি আইএমএক্স৭৬৬ সেন্সর বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, ব্র্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে যে ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেটের সাথে আসবে, যা ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে।

অন্যদিকে, টিপস্টার ফেনিবুক (FeniBook) চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ রেডমি নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস-এর একাধিক রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, রেডমি নোট ১২ প্রো প্লাস-এ রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপিএক্স প্রাইমারি ক্যামেরা। এটা স্পষ্ট যে, এই ডিভাইসগুলিতে কার্ভড ডিসপ্লে নেই, যা আগের রিপোর্টে দাবি করা হয়েছিল। এছাড়া টিপস্টার রেডমি নোট ১২ প্রো প্লাস ট্র্যাক এডিশন (ওয়াইআইবিও রেসিং এডিশন)-এর একাধিক রেন্ডার শেয়ার করেছেন, যা প্রো+ মডেলের প্রায় সমস্ত ডিজাইনের স্পেসিফিকেশনগুলিকে প্রকাশ করেছে।

জানিয়ে রাখি, Redmi Note 12 Pro+-এর ডান প্যানেলে গ্রাফিক্স খোদাই করা ডুয়েল-টোন ব্যাক থাকবে। এতে সবুজ রঙের ক্যামেরার রিংও দেখা যাবে। ছবিগুলি ডিভাইসের ওপরের দিকে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের অস্তিত্ব নিশ্চিত করেছে‌। ডিভাইসটির ওপরে এবং নীচে স্পিকার গ্রিল সহ একটি স্টেরিও স্পিকার সিস্টেম উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন যে Note 12 সিরিজের সমস্ত স্মার্টফোনে MediaTek Dimensity 1080 চিপসেট এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। অফিসিয়াল লঞ্চের তারিখ যত কাছাকাছি আসবে, ততই হ্যান্ডসেটগুলির সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়।