RR vs GT: রাশিদ-তেওয়াটিয়া জুটিতে আবার বাজিমাত, হারা ম্যাচ‌ জিতিয়ে রাজস্থানের বিজয়রথ থামালো GT

যখন শেষ এক বলে দুই রানের প্রয়োজন, ওই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বাউন্ডারি মেরে ম্যাচটি ফিনিশ করেন রাশিদ খান। এর সাথেই হারের খরা কাটিয়ে এই মরশুমের তৃতীয় জয়ের মুখ দেখে গুজরাট টাইটান্স।

আজ এক পয়সা উসুল আইপিএল (IPL 2024) ম্যাচের সাক্ষী থাকলো জয়পুরের সওয়াই মনসিং স্টেডিয়াম। যেখানে আবারও রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) এবং রাশিদ খান (Rashid Khan) জুটির ফিনিশিংয়ে অন্তিম বলে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে জয়লাভ করলো গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই মরশুমের গুজরাটের তৃতীয় জয় এটি। অন্যদিকে আজ এই মরশুমের প্রথম হারের মুখ দেখলো রাজস্থান।

আজ জয়পুরের সওয়াই মনসিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করতে এসে ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। যেখানে রাজস্থানের শুরুটা খুব একটা ভালো না হলেও ২ উইকেটের পর সঞ্জু স্যামসনের (Sanju Samson) ৬৮ রান এবং রিয়ান পরাগের (Riyan Parag) ৭৬ রানের ইনিংসের দৌলতে ওই রানে পৌঁছায় রাজস্থান। যশস্বী জয়সওয়াল এবং সিমরন হেটমায়ারেরও কিছুটা কিছুটা অবদান রেখেছিলেন।

গুজরাটকে হারের খরা কাটাতে ২০ ওভারে ১৯৭ রান তুলতে স্কোরবোর্ডে। যা তাড়া করতে নেমে ওপেনে বেশ ভালোই শুরু করেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন। দুজনে মিলে ৬৪ রানের পার্টনারশিপ করেন। এরপর সুদর্শন ৩৫ রান করে কুলদীপ সেনের (Kuldeep Sen) বলে আউট হয়ে ফিরে যান। সুদর্শন আউট হতেই ক্রিজে আসেন ম্যাথিউ ওয়েড। তিনিও মাত্র ৪ রান করে কুলদীপের শিকার হন। ওই ওভারেই মাত্র ১ রান করে ফিরে যান অভিনব মনোহর।

নিমেষের মধ্যে বদলে যায় ম্যাচের প্রতিচ্ছবি। কিন্তু শুভমান গিল অন্যদিক থেকে দাঁড়িয়েছিলেন। তার সাথ দিতে এসে বিজয় শঙ্করও বেশ কিছুটা সময় কাটান ক্রিজে। তবে ১০ বলে ১৬ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন তিনি। শুভমান গিলও বেশ দায়িত্ববান ইনিংস খেললেও, ৭২ রান করে চাহালের পরবর্তী ওভারে আউট হয়ে যান। পরবর্তী ব্যাটসম্যান শাহরুখ খান ১৪ রান করে আউট হয়ে যান। এখান থেকে রাহুল তেওয়াটিয়া (২২) এবং রাশিদ খান (২৪*) নিজেদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করে একদম শেষ বলে জয় সংগ্রহ করে এই জুটি। যখন এক বলে দুই রানের প্রয়োজন, বাউন্ডারি মেরে ম্যাচটি ফিনিশ করেন রাশিদ খান।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের স্কোরকার্ড (Rajasthan Royals vs Gujarat Titans Match Scorecard):

রাজস্থান রয়্যালস: ১৯৬/৩ (২০ ওভার)

গুজরাট টাইটান্স: ১৯৮/৭ (২০ ওভার)

ম্যাচটি গুজরাট টাইটান্স ৩ উইকেটে জয়লাভ করেছে।