Tesla: বাজার ভারতে কিন্তু চাকরি চীনে? ইলন মাক্সের সংস্থা টেসলাকে বিশেষ সুবিধা দিতে নারাজ মোদী সরকারের মন্ত্রীর

ভারতে Tesla-র পদার্পণ নিয়ে দীর্ঘদিন ধরেই জলঘোলা চলছে। Tesla-র কর্ণধার এলন মাস্ক (Elon Musk)-এর দাবি ভারতের আমদানি শুল্ক কমালে তবেই ভারতের বাজারে ব্যবসা শুরু করবে মার্কিন সংস্থাটি। এদিকে সেই প্রসঙ্গেই না ঢুকে মোদি সরকারের দাওয়াই আমদানির বদলে ভারতেই যন্ত্রাংশ জুড়ে ব্যবসা করুক টেসলা। যদিও এই প্রসঙ্গে মার্কিন ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী সংস্থার তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি। সম্প্রতি পার্লামেন্টে বিরোধীদলের সদস্যের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী কৃষান পাল গুর্জর (Krishan Pal Gurjar) এই বিষয়টি স্পষ্টভাবে জানালেন।

এই প্রসঙ্গে গুর্জর বলেছেন, “টেসলার ভারতের বাজার ধরতে চায় কিন্তু কর্মসংস্থান করতে চায় চীনে। মোদি সরকারের শাসন ব্যবস্থায় এটা সম্ভব নয়। আমাদের সরকারের নীতি যদি ভারতের বাজারকে ব্যবহার করতে হয়, তবে এদেশেই কর্মসংস্থান তৈরি করতে হবে।” বিরোধী দলের সদস্য কে সুরেশ (K Suresh)-এর প্রশ্নের জবাবে গুর্জর পাল্টা প্রশ্ন করেন, “সদস্যের কাছে জানতে চাই, আপনারা কি চান ভারতের অর্থ চীনে চলে যাক?”

এ বিষয়ে গুর্জরের পরামর্শ, “সংস্থাটি আমাদের নীতি অনুযায়ী আবেদন জানায়নি। ভারতের দরজা তাদের জন্য উন্মুক্ত রয়েছে। তারা সরকারের নীতি মেনে এদেশে ব্যবসা শুরু করতেই পারে। কারখানা তৈরি করুন, দেশের মানুষকে চাকরি দিন, সরকারের রাজস্ব বাড়ান।”

এদিকে কয়েকদিন আগে একটি টুইট বার্তায় Tesla-র কর্ণধার এলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর সংস্থা এখনই ভারতে আসছে না। এর কারণ ‘সরকারের সাথে চ্যালেঞ্জ’। যদিও ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন – পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র ইতিমধ্যেই মার্কিন সংস্থাটিকে ব্যবসার জন্য আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের আমদানি শুল্ক কমানোর দিকেই চেয়ে রয়েছে Tesla।