Xiaomi 14 Pro-এর ডিজাইনে মুগ্ধ হবেন, লঞ্চের আগেই জানিয়ে দিল সংস্থা

Xiaomi 14 Pro ডিভাইসের ডিজাইন এমআই ১১ আল্ট্রা ফোনের তুলনায় অনেক বেশি 'আকর্ষণীয়' হবে

গতবছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হয় Xiaomi 13 সিরিজ। এর পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই লাইনআপের স্মার্টফোনগুলিকে বিশ্ব বাজারে ঘোষণা করা হয়। আবার গত সপ্তাহে অর্থাৎ ১৯শে এপ্রিল এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন Xiaomi 13 Ultra-এর উপর থেকে পর্দা সরানো হয়। আর আজ অর্থাৎ Xiaomi 13 সিরিজের নতুন সদস্য আসার ঠিক ৬ দিনের মাথায় বেইজিং-ভিত্তিক টেক ব্র্যান্ডটির একজন আধিকারিক নিশ্চিত করেছেন যে, পরবর্তী প্রজন্মের Xiaomi 14 Pro স্মার্টফোনের ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে।

সম্প্রতি একজন নেটিজেন, শাওমি সংস্থার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ডিপার্টমেন্টের ডিজাইন ডিরেক্টর ওয়েই জু (Wei Xu) -কে জিজ্ঞাসা করেন যে, শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro) মডেলটি কি বিদ্যমান Mi 11 Ultra ফোনের মতো অনুরূপ ডিজাইন সহ আসবে? এই প্রশ্নের জবাবে ওয়েই জু জানান যে, তারা শাওমি ১৪ প্রো মডেলের ডিজাইন চূড়ান্ত করে ফেলেছেন। পাশাপাশি তিনি আরও নিশ্চিত করেছেন যে, আসন্ন ডিভাইসের ডিজাইন এমআই ১১ আল্ট্রা ফোনের তুলনায় অনেক বেশি ‘আকর্ষণীয়’ হবে।

জানিয়ে রাখি, Xiaomi Mi 11 Ultra স্মার্টফোনটি অনন্য ডিজাইনের সাথে এসেছিল। এর প্যানেলে একটি সেকেন্ডারি স্ক্রিন উপস্থিত, যার মাধ্যমে – নোটিফিকেশন, ওয়েদার রিপোর্ট, মিউজিক প্লেব্যাক ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। উল্লেখযোগ্য বিষয়, এই সেকেন্ডারি স্ক্রিনটি আসলে Mi Band 5 -এর ডিসপ্লে ব্যবহার করে নির্মিত। এছাড়া, Mi 10 Ultra ফোনের উত্তরসূরি হিসেবে আসা এই ডিভাইসটি শাওমির প্রথম ‘ক্যামেরা-ফোকাসড’ হ্যান্ডসেট। আর বর্তমান-প্রজন্মের Xiaomi 12 Pro ফোনের ন্যায় এতেও সিরামিক ব্যাক প্যানেল লক্ষ্যণীয়।

এদিকে Xiaomi 14 Pro মডেলটির ডিজাইন চূড়ান্ত হওয়ার খবর সামনে এলেও, ডিজাইন ঠিক কেমন হবে সেই সম্পর্কিত কোনও তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে, সেহেতু এটি সম্ভবত পরবর্তী প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজ প্রসেসর এবং একটি আপগ্রেডেড ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। আর লঞ্চের সময়ের কথা বললে, Xiaomi 14 Pro হয়তো ২০২৩ সালের চতুর্থ কোয়ার্টারে চীনের বাজারে লঞ্চ হবে।