Ram Mandir Live Streaming: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান মোবাইল ও টিভিতে লাইভ কীভাবে দেখবেন

মোবাইল, ল্যাপটপ বা টিভির মতো যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে অযোধ্যার রাম মন্দিরের পূজার লাইভ টেলিকাস্ট (Ram Mandir Live Telecast) করা হবে ভক্তবৃন্দের উদ্দেশ্যে

এই মুহূর্তে দেশে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে অযোধ্যার রাম মন্দির। সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এখন এই বিষয়ে চর্চা করা হচ্ছে। এছাড়াও, প্রতিষ্ঠা দিবসের দিন কোন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত থাকবেন সেই নিয়েও আলোচনা এখন তুঙ্গে। যদিও ইতিমধ্যেই গর্ভগৃহে রামের মূর্তি স্থাপন করা হয়েছে। তবে আগামী ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। যেখানে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ নির্বাচিত কিছু বিশিষ্ঠ ব্যক্তিদের। কিন্তু এই বিশেষ অনুষ্ঠান শুধুই যে সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা দেখতে পারবেন এমন নয়। এখন দেশের তথা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের সমস্ত আচার এবং অনুষ্ঠান বাড়ি থেকে দেখতে পারবেন সাধারণ মানুষ। কারণ, এখন মোবাইল, ল্যাপটপ বা টিভির মতো যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে অযোধ্যার রাম মন্দিরের পূজার লাইভ টেলিকাস্ট (Ram Mandir Live Telecast) করা হবে ভক্তবৃন্দের উদ্দেশ্যে।

কোথায় লাইভ টেলিকাস্ট করা হবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান?

জানা গেছে এই অনুষ্ঠানটি দূরদর্শনের ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও, দূরদর্শন নিজেই তার ফিড এবং অন্যান্য সংবাদ সংস্থার সাথেও এটি শেয়ার করবে। পাশাপাশি, দূরদর্শনের ইউটিউব চ্যানেলেও সকল আচার-অনুষ্ঠান ও পূজা সরাসরি দেখানো হবে।

কবে থেকে শুরু হবে এই লাইভ টেলিকাস্ট?

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি ১৯শে জানুয়ারি ২০২৪ থেকে ডিডি ন্যাশনাল চ্যানেলের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং শুরু করা হবে।

রিপোর্ট অনুসারে ডিডি কর্তৃপক্ষ অযোধ্যার নতুন রাম মন্দির কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় মোট ৪০টি ক্যামেরা স্থাপন করেছে।

উল্লেখ্য, বিশ্বের ভারতীয় দূতাবাস এবং বাণিজ্যিক দূতাবাসগুলিতেও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও, দেশের প্রত্যেকটি মন্দিরেও এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে।

অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেক ভিভিআইপি ব্যক্তি ২২ জানুয়ারি রাম মন্দিরের অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে চলেছেন। রাম জন্মভূমি ট্রাস্ট এই কর্মসূচিতে প্রায় ৪,০০০ জনকে আমন্ত্রণ জানিয়েছে। আর ২২ জানুয়ারি অনুষ্ঠানের পরে অর্থাৎ ২৩ শে জানুয়ারি ২০২৪ থেকে রাম মন্দির কমপ্লেক্স সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তারপর সারা বিশ্ব থেকে আগত রাম ভক্তরা মূর্তি দর্শন করতে পারবেন।