Tata Altroz DCA Launched: টাটার সেরা প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ির নতুন ভ্যারিয়েন্ট বাজারে এল

টাটার প্রথম প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি অ্যালট্রজ (Tata Altroz)-এর ডুয়েল ক্ল্যাচ অটোমেটিক (DCA) ভ্যারিয়েন্ট আজ ভারতের বাজারে লঞ্চ হল৷ এ মাসের ২ তারিখ থেকেই গাড়িটির প্রি-বুকিং নেওয়া শুরু করেছিল টাটা। ২১,০০০ টাকায় বিনিময়ে করা যাচ্ছে বুকিং। Tata Altroz DCA সাতটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। যার মধ্যে একটি হল ব্ল্যাক এডিশন এবং আরেকটি টপ-স্পেক মডেল। আসুন গাড়িটির দাম স্পেসিফিকেশন ও ফিচারগুলির বিষয়ে জেনে নেওয়া যাক।

টাটা অ্যালট্রজ ডিসিএ স্পেসিফিকেশন, ফিচার্স (Tata Altroz DCA Specification, Features)

টাটা অ্যালট্রজ ডিসিএ একটি ব্র্যান্ড নিউ কালারে এসেছে, যা গাড়িটির XT, XZ এবং XZ+ ভ্যারিয়েন্টে মিলবে। এছাড়াও অপেরা ব্লু, ডাউনটাউন রেড, আর্কেড গ্ৰে, এভিনিউ হোয়াইট এবং হারবার ব্লু রঙেও বেছে নেওয়া যাবে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে উপস্থিত লেদারেট সিট, ৭ ইঞ্চি হারমানের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, রিয়ার এসি ভেন্টস, ক্রুজ কন্ট্রোল, অটো হেডল্যাম্প, iRA কানেক্টেড কার টেকনোলজি এবং আরও অন্যান্য।

Tata Altroz DCA-তে রয়েছে ১.২ লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন, যা থেকে ৮৬ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যাবে। দেশের আবহওয়ার কথা মাথায় রেখে এতে ওয়েট ক্ল্যাচ টেকনোলজি রয়েছে। এটি দেশের রাস্তার জন্যও অপ্টিমাইজড।

টাটা অ্যালট্রজ ডিসিএ দাম (Tata Altroz DCA Price)

ভারতের বাজারে টাটা অ্যালট্রজ ডিসিএর দাম শুরু হচ্ছে ৮.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। আবার এর টপ স্পেক ভ্যারিয়েন্টটির মূল্য ৯.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে গাড়িটির সাথে মারুতি সুজুকি ব্যালেনো, টয়োটা গ্ল্যাঞ্জা, হুন্ডাই আই২০, এবং ফোক্সভাগেন পোলোর প্রতিযোগিতা চলবে।

Tata Altroz DCA-র লঞ্চের প্রসঙ্গে টাটা মোটরসের সহ-সভাপতি (সেলস, মার্কেটিং অ্যান্ড কাস্টমার কেয়ার) রজন অম্বা (Rajan Amba) বলেন, “১.২৫ লক্ষের অধিক সন্তুষ্ট গ্রাহকের খুশির সাক্ষ্য বহন করছে টাটা অ্যালট্রজ৷ গাড়িটির ডুয়েল ক্ল্যাচ অটোমেটিক ভ্যারিরন্ট লঞ্চ হওয়ায় আমাদের পণ্যের সম্ভার সমৃদ্ধ হয়েছে।”