Xiaomi 13, Xiaomi 13 Pro বিশ্ব বাজারে সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Xiaomi 13, Xiaomi 13 Pro এর দাম শুরু হয়েছে যথাক্রমে ৯৯৯ ইউরো (প্রায় ৮৭,৩৫০ টাকা) ও ১২৯৯ ইউরো (প্রায় ১,১৩,৬০০ টাকা) থেকে

Xiaomi 13 সিরিজ চীনের পর আজ ২৬ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই সিরিজের অধীনে তিনটি ফোন এসেছে – Xiaomi 13, Xiaomi 13 Pro ও Xiaomi 13 Lite। ইতিমধ্যেই আমরা লাইট মডেলের দাম ও স্পেসিফিকেশন জানিয়েছি। এই প্রতিবেদনে আমরা Xiaomi 13, Xiaomi 13 Pro নিয়ে আলোচনা করবো। দুটি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও এমআইইউআই ১৪ কাস্টম ওএস দেওয়া হয়েছে। আসুন এদের মূল্য ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এর দাম (Xiaomi 13, Xiaomi 13 Pro Price)

শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এদের দাম শুরু হয়েছে যথাক্রমে ৯৯৯ ইউরো (প্রায় ৮৭,৩৫০ টাকা) ও ১২৯৯ ইউরো (প্রায় ১,১৩,৬০০ টাকা) থেকে। প্রথম মডেলটি ব্ল্যাক, গ্রীন ও হোয়াইট কালারে পাওয়া যাবে। আর শাওমি ১৩ প্রো এসেছে সেরামিক ব্ল্যাক ও হোয়াইট কালারে।

শাওমি ১৩ প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার (Xiaomi 13 Pro Price Specifications and Features)

Xiaomi 13 Pro পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Xiaomi 13 Pro ফোনের ক্যামেরাগুলি ডেভেলপ করেছে জনপ্রিয় অপটিক্স কোম্পানি Leica। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ডুয়েল সিমের সাথে আসা এই প্রো মডেলে রয়েছে ৬.৭৩ ইঞ্চি ওলেড ২কে (১৪৪০ x ৩২০০ পিক্সেল) ডিসপ্লে, যা ডলবি ভিশন ও এইচডি১০+ সাপোর্ট করবে। এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে। Xiaomi 13 Pro এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

শাওমি ১৩ এর স্পেসিফিকেশন (Xiaomi 13 Price Specifications)

শাওমি ১৩ ফোনের অনেক বৈশিষ্ট্য শাওমি ১৩ প্রো এর মতো। এর সামনে দেখা যাবে ৬.৩৬ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৯০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+, ডলবি ভিশন এবং এইচএলজি সাপোর্ট করে। আবার এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 13 মডেলে মিলবে ৬৭ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮০০ প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো ইউনিট‌। এতেও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।