60MP সেলফি ক্যামেরা ও 125W চার্জিং ফিচার নিয়ে লঞ্চ হতে পারে Motorola Edge+ 2023

গত ডিসেম্বরে চীনের বাজারে Moto X40 লঞ্চ হয়েছিল। যা Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত সর্বপ্রথম ফোনগুলির মধ্যে অন্যতম। গ্লোবাল মার্কেটে এটি Motorola Edge 40 Pro হিসাবে মুক্তি পাবে বলে খবর। আর এখন এই মডেলটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা নির্দেশ করেছে যে, Moto X40 ফোনটি Edge 40 Pro-এর পাশাপাশি Motorola Edge+ 2023 নামেও বিক্রি করা হবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Motorola Edge+ 2023-কে দেখা গেল Bluetooth SIG-এর ডেটাবেসে

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর তালিকা অনুযায়ী, গত বছর চীনে লঞ্চ হওয়া মোটো এক্স৪০ মডেলটি মোটোরোলা এজ প্লাস ২০২৩ হিসেবেও বাজারে পা রাখবে। এটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে এই নামে বিক্রি হবে, কারণ এর পূর্বসূরি মোটো এক্স৩০ আমেরিকার মার্কেটে মোটোরোলা এজ প্লাস নামে লঞ্চ হয়েছিল।

এছাড়াও, ব্লুটুথ এসআইজি-এর তালিকাটি নিশ্চিত করে যে ফোনটিকে মোটোরোলা এজ ৪০ প্রো-ও বলা হবে, যা অনেকের ইতিমধ্যেই জানা। সংক্ষেপে বললে, মোটো এক্স৪০ মার্কিন যুক্তরাষ্ট্রে এজ প্লাস ২০২৩ এবং বিশ্বের অন্যান্য বাজারগুলিতে এজ৪০ প্রো ব্র্যান্ডিংটি ব্যবহার করবে। যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে উন্মোচিত হয়েছে, তাই এর স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছুই অজানা নেই। এছাড়া, ইউরোপে এর দাম কত হবে, তাও জানা গেছে।

জানিয়ে রাখি, লেনোভো-অধীনস্থ মোটোরোলার লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোনটিতে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ১০-বিট ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। Moto X40 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে।

আর ফোনের একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। Moto X40 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোটো ফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, Moto X40 ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অফার করে। ইউরোপে এই হ্যান্ডসেটটির ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৫০ ইউরো (প্রায় ৭৫,৫০০ টাকা) রাখা হবে বলে জানা গিয়েছে।