Apple iPhone 15 Series: নতুন আইফোন ১৫-এর ব্যাটারি কত এমএএইচ-এর জানলে চমকে উঠবেন

বহু প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ গত সপ্তাহেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে এই হ্যান্ডসেটগুলির প্রি-অর্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। ডিভাইসটির প্রথম সেল এই সপ্তাহের শেষের দিকে চালু হবে বলেও নিশ্চিত করেছে অ্যাপল। আর এখন অবশেষে লেটেস্ট iPhone 15 লাইনআপের ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Apple iPhone 15 সিরিজের ব্যাটারি এবং চার্জিং

অ্যাপল সাধারণত তাদের প্রোডাক্টগুলির ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন গোপন রাখে। তবে একটি চীনা রেগুলেটরি ডেটাবেস সূত্রে এই তথ্যগুলি প্রকাশ্যে হয়েছে। জানা গিয়েছে, বেস আইফোন ১৫ মডেলটি ৩,৩৪৯ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা ১২.৯৮১ এমএএইচ চার্জিং অফার করে। আর আইফোন ১৫ প্লাস বড় ৪,৩৮৩ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৬.৯৫০ এমএএইচ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, আইফোন ১৫ প্রো-তে ৪,৩৮৩ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ৪,৪২২ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত। প্রো মডেলটি ১২.৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে প্রো মডেলটি ১৭.১০৯ ওয়াটের সাথে এসেছে। যদিও, আগের কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, অ্যাপল তাদের হাই-এন্ড প্রো মডেলগুলির চার্জিং গতি বাড়িয়ে ২৭ ওয়াট করবে। তবে, চীনা রেগুলেটরি লিস্টিংটি প্রকাশ করে যে, আইফোন ১৫ প্রো মডেলগুলি গত বছরের আইফোন ১৪ প্রো লাইনআপের মতো একই চার্জিং গতি অফার করে।

উল্লেখ্য, অ্যাপলের ৩০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে iPhone 14 Pro মডেলগুলিকে ২৭ ওয়াট পর্যন্ত গতিতে চার্জ করা যেতে পারে। তাই অনুমান করা যায় যে, নতুন iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এও ওই চার্জিং ক্যাপাসিটি থাকবে।