Tata থেকে Mahindra, বাজারে ঝড় তুলতে 2024-এ লঞ্চ হবে দুর্দান্ত সব বৈদ্যুতিক গাড়ি

ধীরে ধীরে গাড়ির বাজারে দখল নেবে ইলেকট্রিক ভেহিকেল। তাই এই দশকের মধ্যে একঝাঁক নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চের পরিকল্পনা প্রকাশ করেছে নির্মাতারা। যার সূত্রপাত হতে চলেছে ২০২৪ সালের হাত ধরে। টাটা মোটরস থেকে শুরু করে মাহিন্দ্রা আগামী বছর নতুন নতুন ইভি ভারতের বাজারে নিয়ে আসতে পারে। চলুন সামনের বছর ভারতে লঞ্চ হতে পারে এমন পাঁচটি ইলেকট্রিক গাড়ির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Mahindra XUVe.8

মাহিন্দ্রা নতুন বছরে তাদের ইলেকট্রিক ভেহিকেলের পোর্টফোলিওতে আরও একটি নতুন মডেল সংযোজন করতে চলেছে। XUV700-এর ইলেকট্রিক ভার্সন হিসাবে XUVe.8 লঞ্চের পরিকল্পনা করছে সংস্থা। ফিউচারিস্টিক ডিজাইনের গাড়িটি ক্লোজ-অফ গ্রিল, নতুন এলইডি হেডলাইট সামনে কানেক্টেড এলইডি ডিআরএল ও আপডেটেড ইন্টেরিয়ার সমেত হাজির হবে।

মাহিন্দ্রা নিশ্চিত করেছে যে তাদের XUVe.8 ডুয়েল মোটরস সেটআপ, অল হুইল ড্রাইভ কনফিগারেশন এবং ৮০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। অল ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ২৩০ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। দাম ৩৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে।

Tata Punch EV

দীর্ঘদিন ধরেই টাটার অতি জনপ্রিয় মাইক্রো এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সন নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। ২০২৪-এই সেটি বাজারে আনবে টাটা। এমনকি সামনের বছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হবে গাড়িটি। আইসিই মডেলের সাথে ইলেকট্রিক ভার্সনের বাহ্যিক ডিজাইনের কিছুটা তফাৎ থাকবে। এতে ফিচার হিসেবে কানেক্ট ডিআরএল সহ নতুন এলইডি হেডলাইট, কানেক্টেড এলইডি টেললাইট, একটি বৃহত্তর ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেখা মিলবে।

Tata Tiago EV-র পাওয়ারট্রেন এতেও ব্যবহার করা হতে পারে। ২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে ৩১৫ কিলোমিটার রেঞ্জ মিলতে পারে। এছাড়া গাড়িটি ১৯.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনেও অফার করতে পারে টাটা। যা ফুল চার্জে ২৫০ কিলোমিটার পথ ছুটতে সক্ষম হবে। Tata Punch EV-এর দাম ৯.৫ থেকে ১২.৫ লাখ টাকার মধ্যে হতে পারে।

Tata Altroz EV

Punch EV বাদেও আরও একটি মডেল লঞ্চের জন্য প্রস্তুতি চালাচ্ছে টাটা। এটি হল Altroz EV। প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটিও পরের বছর বাজারে পদার্পণ করবে। আশা করা হচ্ছে, Punch EV ও Tiago EV-র পাওয়ারট্রেন এতেও ব্যবহার করবে টাটা। গাড়িটি ফুল চার্জে ৪০০ কিলোমিটার রেঞ্জ ছুটতে পারবে বলে দাবি করা হয়েছে। দাম ১০-১২.৫ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Tata Curvv EV কুপ এসইউভি

লিস্টে টাটার তৃতীয় ইলেকট্রিক গাড়ি হচ্ছে Curvv EV কুপ এসইউভি। এটিও আগামী বছর বাজারে আসতে পারে। নতুন Nexon EV facelift-এর পাওয়ারট্রেন দেওয়া হবে এতে। Tata Curvv EV মডেলটি ৩০ ও ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে আসার সম্ভাবনা। রেঞ্জ হবে যথাক্রমে ৩২৫ কিলোমিটার ও ৪৬৫ কিলোমিটার। দাম ২০ লক্ষ টাকা রাখা হতে পারে।

Citroen C3 Aircross EV

ফ্রান্সের সংস্থা সিট্রোয়েন ২০২৪ সালে তাদের C3 Aircross-এর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে পারে। তবে eC3-র মতো এতে ২৯.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকছে না। পরিবর্তে আরও শক্তিশালী ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে, যা ফুল চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ ছুটবে। বর্তমানে Citroen C3 Aircross ভারতের সবচেয়ে সস্তা কম্প্যাক্ট এসইউভি। তাই ইলেকট্রিক ভার্সনের দাম কম রাখা হবে বলেই অনুমান। এর মূল্য ১৫-২০ লাখ টাকা ধার্য করা হতে পারে।