ডিসপ্লে ও ব্যাটারি আরও উন্নত হচ্ছে, Samsung এর আপকামিং ট্যাবের জরুরী তথ্য প্রকাশ্যে এল

স্যামসাং (Samsung) তাদের এ বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে যা জুলাইয়ের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, এই ইভেন্টেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের বহু প্রতীক্ষিত Galaxy Fold 5, Z Flip 5, Tab S9 সিরিজ এবং Watch 6 সিরিজ সহ বেশ কয়েকটি ডিভাইসের ওপর থেকে পর্দা সরাবে। সম্প্রতি, অনলাইনে Galaxy Tab S9 ট্যাবলেটগুলির রেন্ডার ফাঁস হয়, কিন্তু স্যামসাংয়ের অনুরোধের কারণে সেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন একটি সূত্র থেকে আসন্ন ট্যাবলেটগুলির ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy Tab S9 সিরিজের ডিসপ্লে স্পেসিফিকেশন

টুইটার ইউজার আহমেদ কাওয়াইদার তার একটি টুইটে নতুন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ লাইনআপের কিছু মূল আপগ্রেড সম্পর্কে জানিয়েছেন। তার মতে, আসন্ন ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলিতে ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকবে, যা পূর্বসূরি গ্যালাক্সি ট্যাব এস৮ লাইনআপে থাকা এলসিডি এবং সুপার অ্যামোলেড প্যানেল পরিবর্তে ব্যবহৃত হবে। ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লের ব্যবহার পূর্ববর্তী এলসিডি এবং সুপার অ্যামোলেড স্ক্রিনের তুলনায় উন্নত কনট্রাস্ট রেশিও এবং এইচডিআর ফাংশনালিটি প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

তবে ডিসপ্লে আপগ্রেড হলেও, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের সমস্ত মডেলেই পূর্বসূরির মতো ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। শোনা যাচ্ছে যে, গ্যালাক্সি ট্যাব এস৯-এর স্ক্রিনের আকার হবে ১১ ইঞ্চি। আর গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস-এ থাকবে ১২.৪ ইঞ্চির প্যানেল এবং টপ-এন্ড গ্যালাক্সি ট্যাব এস৯ প্লাস আল্ট্রা বিশাল ১৪.৬ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে।

এছাড়া সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আসন্ন Galaxy Tab S9 সিরিজের এন্ট্রি-লেভেলের মডেলটির ব্যাটারি আপগ্রেড করা হবে। স্ট্যান্ডার্ড Galaxy Tab S9-এ ৮,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা তার পূর্বসূরি Galaxy Tab S8-এ থাকা ৮,০০০ এমএএইচ ব্যাটারির থেকে সামান্য বড়। অন্যদিকে, Galaxy Tab S9 Plus এবং Galaxy Tab S9 Ultra আগের প্রজন্মের মতোই যথাক্রমে ১০,৯০০ এমএএইচ এবং ১১,২০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে আশা করা যায়।