ইলেকট্রিক মোটরসাইকেলের জনপ্রিয়তা ঊর্দ্ধমুখী, নতুন শোরুম খুলল Revolt Motors

ভারতের আনাচে-কানাচে পৌঁছে যেতে দুরন্ত সফর জারি রেখেছে রিভল্ট মোটরস (Revolt Motors)। লক্ষ্য দেশের সকল শ্রেণীর গ্রাহকের হাতে উচ্চগতির ইলেকট্রিক টু-হুইলারের চাবি তুলে দেওয়া। পশ্চিমবঙ্গ, গুজরাত ও কেরলের পর এবার সংস্থাটি পা রাখল মধ্যপ্রদেশে। ভোপালে একটি শোরুমের উদ্বোধন করেছে তারা। যার মাধ্যমে সেখানে নতুন গ্রাহকদের পরিষেবা প্রদান এবং বিদ্যুৎ চালিত দু’চাকার গাড়ির প্রচার করার লক্ষ্য নিয়েছে রিভল্ট। উল্লেখ্য, মধ্যপ্রদেশে তাদের এটিই প্রথম রিটেল স্টোর।

রিভল্ট মোটরসের নতুন শোরুমের ঠিকানা – অনন্যা অটো, সি৭, পদ্মনাভ নগর, নিউ সুভাষ নগর, মধ্য প্রদেশ, ৪৬২০০৮। উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার তাদের বৈদ্যুতিক গাড়ি নীতির আওতায় রাজ্যেবাসীকে আর্থিক সুযোগ সুবিধা দেয়। যে কারণে সরকারের ভর্তুকির আওতায় আসা এবং আকর্ষণীয় ছাড়ে গ্রাহকদের ই-বাইক বিক্রি করার উদ্দেশ্যে শোরুম খুলেছে রিভল্ট। বর্তমানে সংস্থার ঝুলিতে রয়েছে একটিমাত্র উচ্চগতির মডেল RV400। যা এখন দেশের সর্বাধিক বিক্রিত ব্যাটারিচালিত মোটরসাইকেল।

মধ্যপ্রদেশ সরকারের বৈদ্যুতিক গাড়ি নীতি

পরিবেশ দূষণের সাথে লড়াইতে টিকে থাকতে বাকি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মতো মধ্যপ্রদেশ প্রশাসনের লক্ষ্য ব্যাটারি চালিত যানবাহনের প্রসার ঘটানো। আবার খুব শীঘ্রই নয়া রূপে ইভি নীতি আনার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। তাই আসন্ন অটো এক্সপো অনুষ্ঠানে বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন উদ্যোগপতিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। যার মধ্যে থাকবে ব্যাটারি চালিত গাড়ির নির্মাতা, বিক্রেতা এবং যন্ত্রাংশ তৈরির সংস্থা। রিপোর্টের দাবি, এ বছরই মধ্যপ্রদেশ সরকার একটি নতুন ইভি পলিসি নিয়ে আসতে পারে।

Revolt RV400 স্পেসিফিকেশন

রিভল্ট আরভি ৪০০ একটি ৭২ ভোল্ট, ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং ৩ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটরের সাথে এসেছে। ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম বাইকটি। সাড়ে চার ঘন্টার মধ্যেই রিভল্ট আরভি ৪০০-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এক বার চার্জ দিয়ে চালানো যায় ৮০  কিলোমিটার (উচ্চগতির স্পোর্টস মোড)। আবার রিভল্ট আরভি ৪০০ কম গতিতে (ইকো মোডে) একটানা ১৫০ কিলোমিটার পর্যন্ত  সফর করতে সক্ষম।

MyRevolt অ্যাপের মাধ্যমে বাইকটির সাথে স্মার্টফোন কানেক্ট করা যায়। কনসোলে ভেসে ওঠে ব্যাটারি স্ট্যাটাস, কত কিলোমিটার পথ চলা হয়েছে, জিও ফেন্সিং সহ ইত্যাদি তথ্য। কাস্টমাইজড সাউন্ড, সম্পূর্ণ বাইক ডায়গনোস্টিক এবং ইকো, নর্মাল এবং স্পোর্টস রাইডিং মোড রয়েছে বাইকটিতে। রিভল্ট আরভি ৪০০-এর দাম ১.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কসমিক ব্ল্যাক, রেবেল রেড এবং মিস্ট গ্রে রঙে উপলব্ধ এটি।