Price Hike: এই সংস্থার গাড়ির দাম ভারতে ৩ লক্ষ টাকা পর্যন্ত বাড়ল

বছরের প্রথম দিন থেকেই নির্দিষ্ট কয়েকটি মডেলের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে Volvo Cars-এর ভারতীয় শাখা। কয়েকটি এসইউভি এবং সেডান মডেলের গাড়ির মূল্যবৃদ্ধি আজ থেকেই কার্যকর করল সুইডিশ লাক্সারি গাড়ি সংস্থাটি। মডেল অনুযায়ী শোরুম প্রাইসের উপর এই দর বৃদ্ধির পরিমাণ ১-৩ লক্ষ টাকা। আসুন ভারতে Volvo-র কোন মডেলের গাড়ির দাম কত টাকা বাড়ানো হল দেখে নিই।

Volvo XC90 B6 Inscription গাড়িটি গত বছর নভেম্বরে লঞ্চ হয়েছে। লঞ্চের সময় এর এক্স-শোরুম প্রাইস ছিল ৮৯.৯০ লাখ টাকা। ১ লাখ টাকা বাড়িয়ে এর দাম হয়েছে ৯০.৯০ লাখ টাকা। এছাড়াও Volvo S90 B5 Inscription পেট্রোল মিল্ড-হাইব্রিড গাড়িটির দাম ৩ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৯০ লাখ টাকা। সংস্থার আরও দুটি গাড়ি Volvo XC60 B5 Inscription ও Volvo XC40 T4 R Design-এর দাম যথাক্রমে ১.৬ লক্ষ ও ২ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৬৩.৫০ লক্ষ টাকা ও ৪৩.২৫ লক্ষ টাকা।

এই মূল্য বৃদ্ধির প্রসঙ্গে ভলভো কার ইন্ডিয়া (Volvo Car India)-র ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) বলেছেন, “ভারতের অন্যান্য অটো শিল্পের মতো Volvo Car-ও ক্রমবর্ধমান ইনপুট খরচ দ্বারা প্রভাবিত হয়েছে। আমরা যতটা দাম বজায় রাখতে চাইতাম, পরিস্থিতির কারণে এই ইনপুট খরচের কিছুটা গ্রাহকদের সাথে ভাগ করে নেওয়া ছাড়া উপায় নেই। আমাদের বিলাসবহুল সেডান S60 ও প্লাগ-ইন হাইব্রিড XC90 T8-এর দামে কোনো পরিবর্তন না হলেও আমরা আমাদের অন্য সব গাড়ি এবং এসইউভি এর দাম এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করতে বাধ্য হচ্ছি।”

প্রসঙ্গত, ভারতে সম্প্রতি XC60 ও S90 মিল্ড-হাইব্রিড গাড়ি দুটি লঞ্চ করেছে Volvo। যাতে রয়েছে ২.০ লিটার ফোর সিলিন্ডার টার্বোচার্জ্ড পেট্রোল ইঞ্জিন পেয়ার। মাইলেজ বেশি পাওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ৪৮ ভোল্ট ব্যাটারি এবং কাইনেটিক এনার্জি রিকভারি সিস্টেম। এর ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৪৬ এইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে রয়েছে ৮-গতির অটোমেটিক ট্রান্সমিশন।