রাত পোহালেই লঞ্চ, নতুন বছরে প্রথম বাইক আনতে চলেছে Suzuki, দাম কত হতে পারে

বড় ইঞ্জিনের বাইকপ্রেমীদের জন্য সুখবর শোনালো সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India)। চলতি মাসেই বাজারে আসতে চলেছে Suzuki V-Strom 800DE। অ্যাডভেঞ্চার টুরার এই বাইক 29 মার্চ, 2024 অর্থাৎ আগামীকাল বাজারে হাজির হবে। আন্তর্জাতিক বাজারে এই মডেলটি V-Strom 650-এর জায়গা দখল করেছে। মাঝারি ওজনের এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024’-এ উন্মোচিত করেছিল সুজুকি।

আগামীকাল লঞ্চ হচ্ছে Suzuki V-Strom 800DE

সোশ্যাল মিডিয়াতে আসন্ন V-Strom 800DE-এর একটি টিজার প্রকাশ করেছে সংস্থা। এর আগে যদিও একাধিকবার এর টেস্টিং চালাতে দেখা গিয়েছে। নতুন অ্যাডভেঞ্চার টুরার বাইকের আগাগোড়া নতুনত্বের চমক থাকছে। ডিজাইন, পারফরম্যান্স, ফিচার্স, সবেতেই দেওয়া হয়েছে আপডেট।

শক্তির উৎস হিসাবে Suzuki V-Strom 800DE-তে রয়েছে একটি 776 সিসি প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। যেখানে আগে ব্যবহৃত হতো একটি 649 সিসি V-twin মোটর। বর্তমান ইঞ্জিন থেকে উৎপন্ন হবে 83 বিএইচপি শক্তি এবং 78 এনএম টর্ক। গতির সাথে পাল্লা দিতে থাকছে 6-স্পিড গিয়ারবক্স এবং বাই ডিরেকশনাল কুইক শিফ্টার।

Suzuki V-Strom 800DE-এ হার্ডওয়্যার হিসেবে থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিমোট রিয়ার প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করবে ডুয়েল 310 মিমি ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল রিয়ার ডিস্ক। অ্যাডভেঞ্চার মডেলটি ডুয়েল চ্যানেল এবিএস সমেত আসছে। সামনে 21 ইঞ্চি ও পেছনে 17 ইঞ্চি স্পোক হুইলে থাকছে যথাক্রমে 110/80 ও 150/70 টিউবলেস টায়ার।

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে Suzuki V-Strom 800DE-এ রয়েছে অল এলইডি লাইটিং, একটি 5-ইঞ্চি টিএফটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, একাধিক রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি। বিগ বাইক সেগমেন্টে বেশ কয়েক বছর পর এই নতুন অ্যাডভেঞ্চার টুরার মডেল নিয়ে নয়া উদ্যমে ফিরছে সুজুকি। অনুমান করা হচ্ছে, বাইকটির দাম রাখা হতে পারে 10-11 লাখ টাকা। এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে বাজারে উপস্থিত – Honda XL750 Transalp, BMW F 850 GS, Triumph Tiger 900 ও Kawasaki Versys 650।