iPhone এর দীর্ঘ 16 বছরের ঐতিহ্যে ইতি টানছে Apple, বাদ পড়বে খুব পরিচিত এই বৈশিষ্ট্য

অ্যাপল তাদের iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলি আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই আসন্ন iPhone 15 সিরিজটির সম্পর্কে একাধিক আকর্ষণীয় তথ্য সামনে এসেছে, যা অ্যাপলপ্রেমীদের হৃদকম্পন বাড়িয়ে তুলেছে। অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোনগুলিতে বহু বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন পরিলক্ষিত হবে। আর এখন একটি ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে, যা iPhone 15 Pro Max-এর প্রোটেক্টিভ কেসটিকে প্রদর্শন করেছে। এই ভিডিও থেকে আসন্ন ফ্ল্যাগশিপ আইফোনের ডিজাইন এবং পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া প্রোটেক্টিভ কেসের ডিজাইন ইঙ্গিত করছে যে, iPhone 15 Pro Max-এ সম্ভবত কোম্পানির সিগনেচার মিউট স্লাইডারের পরিবর্তে একটি কাস্টম বাটন থাকবে। আসুন এই ভিডিওটি থেকে আর কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Apple iPhone 15 Pro Max-এর কেসের হ্যান্ডস-অন-ভিডিও ভিডিও

জনপ্রিয় টিপস্টার মাজিন বু তার টুইটার হ্যান্ডেল থেকে একটি ১৮ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যাতে সমস্ত কোণ থেকে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর প্রতিরক্ষামূলক কেসটিকে দেখানো হয়েছে। কিন্তু এই কেসের ক্যামেরা মডিউলের জায়গায় কোনও কাটআউট না থাকায় এটিকে একটি প্রোটোটাইপ বলে মনে করা হচ্ছে। তবে, আসন্ন অ্যাপল ফ্ল্যাগশিপ কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ভিডিও অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে মিউট স্লাইডারের ক্ষেত্রে।

জানিয়ে রাখি, মার্কিন কোম্পানিটি গত ১৬ বছর ধরে আইফোনের ওপরে বাম দিকে তাদের সিগনেচার মিউট স্লাইডারটি ব্যবহার হয়ে আসছে। তবে, আইফোন ১৫ প্রো ম্যাক্স থেকে আইকনিক স্লাইডারটি বাদ পড়তে পারে। ফাঁস হওয়া ভিডিওটি স্লাইডারের জন্য একটি বড় এবং রাউন্ডার কাটআউট প্রকাশ করেছে। মাজিন বু উল্লেখ করেছেন যে, কাটআউটটি খুব সম্ভবত কাস্টম বাটনের জন্য ডিজাইন করা হয়েছে, যা আইফোনগুলিতে প্রচলিত মিউট স্লাইডারকে প্রতিস্থাপন করবে।

ভিডিওতে দেখানো ডিজাইনটি পূর্বে ফাঁস হওয়া আইফোন ১৫ প্রো-এর রেন্ডারের সাথে সাদৃশ্যপূর্ণ, যা জল্পনায় থাকা “রিঙ্গার বাটন” বা “অ্যাকশন বাটন”-এর উপস্থিতির দিকে নির্দেশ করে। অনুমান করা হচ্ছে, অ্যাপল আইফোনের ইউজারদেরও অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো বিভিন্ন কাজের জন্য বাটনগুলি কাস্টমাইজ করার অনুমতি দেবে।

দ্বিতীয় সবচেয়ে লক্ষণীয় পরিবর্তনটি দেখা যাবে iPhone 15 Pro Max-এর ক্যামেরা মডিউলে। এটিতে বড় ক্যামেরা কাটআউট থাকার ফলে মডিউলটিও আকারে আগের থেকে বড় হবে। এমনকি গুণমান দিক থেকেও, Apple iPhone 15 Pro Max-এর ক্যামেরা সিস্টেম পূর্বসূরি 14 Pro Max-এর চেয়ে আরও উন্নত হবে। এর আগে একটি লিক থেকে জানা গিয়েছিল যে, ৩x অপটিক্যাল জুম সহ টেলিফোটো ক্যামেরা লেন্সটি নতুন মডেলে একটি পেরিস্কোপ লেন্স দ্বারা প্রতিস্থাপিত হবে যা ৬x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে। Apple iPhone 15 সিরিজের Pro মডেলগুলিতে একটি নতুন সনি আইএমএক্স৯০৩ সেন্সর ব্যবহার করা হবে, যেটির সেন্সর সাইজ হবে ১/১.১৪ ইঞ্চি৷

এছাড়া জানা গেছে যে, iPhone 15 Pro Max-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও প্রোমোশন সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে এবং অ্যাপল এ১৭ বায়োনিক প্রসেসরটি থাকবে। লঞ্চের দিন যত এগিয়ে আসবে, iPhone 15 সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।