Vivo Y75 ভারতে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Vivo Y-সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে আজ অর্থাৎ ২০ই মে ভারতের বাজারে পা রাখলো Vivo Y75। এই ফোনটি ‘স্লিম অ্যান্ড ট্রিম’ ডিজাইন এবং দুটি আকর্ষণীয় কালার অপশনের সাথে এসেছে। ফিচারের কথা বললে, এই নয়া হ্যান্ডসেটে – FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ সমর্থিত ৪,০৫০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। তবে ফোনটির বিশেষত্বগুলির মধ্যে অন্যতম হল এর ক্যামেরা ফ্রন্ট। সেক্ষেত্রে, উক্ত ডিভাইসে ৪৪ মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। সর্বোপরি, Vivo ব্র্যান্ডের এই নয়া ফোনে এক্সটেন্ডেড বা বর্ধিত র‌্যাম ফিচার সাপোর্ট করে, যা অতিরিক্ত ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে উপলব্ধ মেমরিকে ৪ জিবি পর্যন্ত প্রসারিত করতে দেবে। চলুন এবার সদ্য আগত Vivo Y75 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo Y75 দাম ও লভ্যতা

ভারতে ভিভো ওয়াই৭৫ স্মার্টফোনের দাম ২০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। লভ্যতার কথা বললে, ফোনটিকে আজ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে৷ এটি ড্যান্সিং ওয়েভস এবং মুনলাইট শ্যাডো কালার অপশনে এসেছে।

‘ফাস্ট সেল’ অফার হিসাবে, ICICI, SBI, IDFC First ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড এবং OneCard কার্ড ব্যবহার করে এই নয়া স্মার্টফোনটি কিনলে, ধার্য মূল্যের উপর ক্রেতাদের ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করা হবে।

Vivo Y75 স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল-সিমের (ন্যানো) ভিভো ওয়াই৭৫ স্মার্টফোনে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য ওয়াই-সিরিজ অন্তর্গত এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৬ ৪জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FuntouchOS 12) কাস্টম স্কিন দ্বারা চালিত৷ স্টোরেজ হিসাবে এই ডিভাইসে, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি মেমরি বর্তমান৷ আবার ফোনটি ৪ জিবি পর্যন্ত বর্ধিত র‌্যাম টেকনোলজির সাথে এসেছে। আর ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সম্প্রসারিত করা যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Vivo Y75 স্মার্টফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ডেপ্থ সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। একইভাবে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভিভোর এই হ্যান্ডসেটে একধিক ক্যামেরা মোড প্রিলোডেড আছে। এই তালিকায় – আল্ট্রা-ওয়াইড নাইট, সুপার ম্যাক্রো, পোর্ট্রেট মোড, লাইভ ফটো এবং বোকেহ মোড সামিল রয়েছে।

কানেক্টিভিটির জন্য নবাগত Vivo Y75 ফোনে, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস, বেইডু (BEIDOU), গ্লোনাস (GLONASS), গ্যালিলিও (GALILEO), ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। আবার, সেন্সর হিসাবে এই মডেলে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং ই-কম্পাস সেন্সর উপস্থিত। নিরাপত্তার জন্য ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপলব্ধ আছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y75 স্মার্টফোনে ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ টেকনোলজির সমর্থন সহ ৪,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

পরিশেষে, Vivo Y75 -এর ওজন ১৭২ গ্রাম। আর ফোনের মুনলাইট শ্যাডো কালার ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬০.৮৭x৭৪.২৮x৭.৩৬মিমি এবং ড্যান্সিং ওয়েভস কালার অপশনের পরিমাপ ১৬০.৮৭x৭৪.২৮x৭.৪১মিমি।