রিচার্জ হবে অটোমেটিক, Reliance Jio গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন পরিষেবা

রোজকার দিনে হাজারো কাজে ব্যস্ত থাকার দরুন আমরা অনেকেই মোবাইল ট্যারিফ প্ল্যান রিনিউ করাতে ভুলে যাই। আর তারপর যখন ইনকামিং ও আউটগোয়িং পরিষেবা বন্ধ হয়ে যায়, তখন গিয়ে মনে পরে রিচার্জ করার কথা। কিন্তু সেই মুহূর্তে যদি দরকারি ফোন কল বা জরুরি অনলাইন মিটিং চলে, তবে ভাবুন তো কতটাই না নাজেহাল হতে হবে! তবে আপনি যদি Reliance Jio-র গ্রাহক হন, তাহলে এখন থেকে আর রিচার্জের শেষ তারিখ মনে রাখার ঝামেলা পোহাতে হবে না। কারণ, ভারতের অন্যতম জনপ্রিয় এই বেসরকারি টেলিকম সংস্থাটি, ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ ওরফে NPCI -এর সাথে হাত মিলিয়ে সম্প্রতি UPI AutoPay পরিষেবা ঘোষণা করেছে। এই পরিষেবা, UPI পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করে গ্রাহক দ্বারা নির্বাচিত যেকোনো প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ করতে দেয়। ফলে, ম্যানুয়ালি রিচার্জ করার ঝক্কিও থাকছে না। এছাড়া, রিচার্জ প্ল্যান পরিবর্তন বা অপসারণ করার এবং UPI পিন না দিয়েই ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করার অনুমতিও দেবে UPI Autopay। আপাতত, Jio-র প্রিপেইড গ্রাহকেরা এই পরিষেবা উপভোগ করতে পারলেও, পোস্টপেইড গ্রাহকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

NPCI -এর সাথে অংশীদারিত্বে Reliance Jio চালু করলো UPI Autopay পরিষেবা

গত সপ্তাহে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI জানিয়েছিল যে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI অটোপে ফিচার এখন MyJio অ্যাপে উপলব্ধ। যার দরুন, জিও গ্রাহকদের এখন আর রিচার্জের শেষ তারিখ মনে রেখে ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে না, বরং নির্বাচিত ট্যারিফ প্ল্যানটি নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে অটো-রিনিউ হয়ে যাবে। তবে, এই ফিচার ব্যবহার করতে হলে জিও গ্রাহকদের ‘MyJio’ অ্যাপে গিয়ে নির্দেশমতো তথ্য সরবরাহ এবং স্ট্যান্ডিং ইন্সট্রাকশন (standing instructions) সেট করতে হবে। প্রসঙ্গত, গত বছর NPCI দ্বারা লঞ্চ করা এই ই-ম্যান্ডেট ফিচারের সাথে সংযুক্ত হওয়া প্রথম টেলিকম অপারেটর সংস্থাটি হল জিও।

জিও-র তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিও UPI অটোপে পরিষেবা, কিছু ট্যারিফ প্ল্যানের জন্য ই-ম্যান্ডেট তৈরী, পরিবর্তন এবং অপসারণ করার অনুমতি দেবে। শুধুমাত্র তাই নয়, সাথে ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জের জন্য UPI পিন দেওয়ার প্রয়োজনও পরবে না গ্রাহকদের। তবে, টাকার পরিমান ৫,০০০ টাকার বেশি হলে, জিও গ্রাহকদের UPI পিন এন্টার করার মাধ্যমে ট্রানজ্যাকশন অনুমোদন করাতে হবে।

এই প্রসঙ্গে NPCI-এর প্রোডাক্ট চিফ কুনাল কালাওয়াটিয়া (Kunal Kalawatia) জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি যে, আমাদের যৌথ প্রচেষ্টা জিও গ্রাহকদের জন্য মোবাইল ট্যারিফ প্ল্যান রিনিউয়ালের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে বদলে দেবে। UPI AutoPay -এর মাধ্যমে, আবর্তক ব্যয় এবং অর্থপ্রদানের ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি স্বাচ্ছন্দ্য ও সুবিধা প্রদান করার জন্য NPCI নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে।” এছাড়া, তৎকালীন সময়ে, “এই ফিচারটির জনপ্রিয়তার পাশাপাশি জিও-র গ্রাহক সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পাবে।”

Reliance Jio UPI Autopay ফিচার ব্যবহার করার পদ্ধতি

১. প্রথমেই স্মার্টফোনে থাকা MyJio মোবাইল অ্যাপ ওপেন করুন।

২. স্ক্রিনের উপরি ভাগে থাকা মোবাইল সেকশনে ট্যাপ করুন৷

৩. এরপর, ‘Setup Jio Autopay’ অপশনে ট্যাপ করুন৷

৪. তারপর আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে, যেখানে “We support Bank Account and UPI” লেখা সহ নতুন ফিচারের যাবতীয় সুবিধা উল্লেখ করা থাকবে৷ এখানে নীচের দিকে থাকা ‘Get Started’ বাটনে ট্যাপ করুন৷

৫. অটোমেটেড প্রিপেইড সাইকেলের জন্য যে প্ল্যানটি নির্বাচন করতে চান তা চয়ন করুন।

৬. এবার UPI নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন পেমেন্ট মোডে মাধ্যমে অর্থপ্রদান করতে চান তা জানতে চাওয়া হবে। এখানে UPI বিকল্পে ট্যাপ করুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।

৭. পরিশেষে, আপনাকে UPI অ্যাকাউন্টের বিশদ প্রদান করতে হবে এবং তা ভ্যারিফাই করতে হবে। এমনটা করলে আপনার Jio নম্বরে UPI Autopay পরিষেবা সক্রিয় হয়ে যাবে৷