BSNL মোবাইল গ্রাহকদের জন্য সুখবর, মোবাইল রিচার্জে পাবেন ৪ শতাংশ ছাড়

গ্রাহকদের জন্য প্রিপেইড প্ল্যানের দামে আরো বেশি পরিমাণ ছাড় নিয়ে হাজির বিএসএনএল (BSNL)। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের Selfcare অ্যাপ মারফত রিচার্জের উপরে পুরো ৪ শতাংশ অতিরিক্ত ছাড় দিচ্ছে। তবে এই ছাড় পেতে হলে আগ্রহীকে অবশ্যই BSNL Selfcare অ্যাপ থেকে ২০১ টাকা বা তার অধিক মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে। অন্যথায় তারা প্ল্যানের দামে বাড়তি ৪ শতাংশ ছাড় পাবেন না। বেসরকারি টেলকোগুলির মাত্রাতিরিক্ত পরিমাণে ট্যারিফ মাশুল বৃদ্ধির সমকালে বিএসএনএলের বাড়তি ছাড় ঘোষণা সামান্য হলেও যে গ্রাহকদের স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখেনা।

আলোচ্য অফার কতদিন পর্যন্ত কার্যকর থাকবে?

উল্লেখ্য, বেশ কয়েক মাস আগেই BSNL তাদের Selfcare অ্যাপ্লিকেশন প্রকাশ্যে আনে। সংস্থার এই নয়া অ্যাপ্লিকেশনের সাথে ভোডাফোন-আইডিয়া (Vi) মোবাইল অ্যাপের সাদৃশ্য লক্ষ্য করা যায়। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১শে মার্চ, ২০২২ সময়সীমার মধ্যে BSNL Selfcare অ্যাপ থেকে তাদের মোবাইল রিচার্জ করলে গ্রাহকেরা প্ল্যানের দামে পুরো ৪ শতাংশ ছাড় পেয়ে যাবেন। অবশ্য বিএসএনএল সেল্ফকেয়ার ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন থেকে মোবাইল রিচার্জ করলে উক্ত টেলকোর গ্রাহকেরা আলোচ্য ছাড় পাবেন না।

কতটা লাভজনক হবে BSNL -এর নতুন অফার?

একথা বলা বাহুল্য যে আলোচ্য অফার বিএসএনএল গ্রাহকদের পক্ষে ততটাও লাভজনক নয়। কারণ এই অফারের আওতায় গ্রাহকেরা মাত্র ৪ শতাংশ ছাড় পাচ্ছেন যা একেবারেই সামান্য। সেক্ষেত্রে একজন বিএসএনএল গ্রাহক যদি সংস্থার সেল্ফকেয়ার অ্যাপ থেকে ২০১ টাকা রিচার্জ করেন তবে তিনি ৮.০৪ টাকা ছাড় পাবেন। ফলে এর দ্বারা তিনি খুব একটা লাভবান হবেন না।

আসলে নিজেদের সেল্ফকেয়ার পোর্টাল এবং অ্যাপ্লিকেশনে গ্রাহক টেনে আনতেই বিএসএনএল আলোচ্য অফার প্রকাশ্যে এনেছে। আপাতত এই অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ। গুগল প্লে-স্টোর (Google Play-Store) থেকে আগ্রহীরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সেখানে এর ঝুলিতে রয়েছে ৪.৪ স্টার রেটিং। ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি মানুষ তাদের স্মার্টফোনে বিএসএনএল সেল্ফকেয়ার অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন বলে সামনে এসেছে।

সুবিধার কথা বলতে হলে BSNL Selfcare অ্যাপ্লিকেশন অত্যন্ত কম পরিমাণ ডেটা খরচের জন্য দায়ী। এর মাধ্যমে গ্রাহকেরা তাদের ব্যালান্স অনুসন্ধান থেকে শুরু করে নিজের এবং অন্যদের মোবাইল রিচার্জ করতে পারবেন। ফলে সম্পূর্ণ নির্দ্বিধভাবে ব্যবহারকারীরা টেলকোর পুরনো My BSNL অ্যাপ থেকে নয়া Selfcare অ্যাপে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আলোচ্য অফারের ফায়দা উঠিয়ে তারা রিচার্জের উপরে অতিরিক্ত ছাড় আদায় করতে পারবেন।