iPhone ব্যবহারকারীদের জন্য ৬০টির বেশি ওয়ালপেপার আনলো WhatsApp

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp মাঝে মাঝেই তাদের প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার যোগ করে। কয়েকমাস আগেই তারা যোগ করেছে স্টিকার ফিচার। এর ফলে হোয়াটসঅ্যাপে চ্যাট করা আরো মজাদার হয়ে উঠেছে। এবার WhatsApp তাদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরো মজাদার করতে ৬০-এর বেশী নতুন ওয়ালপেপার যুক্ত করতে চলেছে। এই ওয়ালপেপারগুলি শীঘ্রই আইফোন ইউজারদের জন্য উপলব্ধ হবে। শুধু তাই নয়, প্রত্যেক চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপারও বেছে নেওয়া যাবে।

বর্তমান এই ফিচারটি iOS এর বিটা ইউজারদের জন্য আনা হয়েছে। আশা করা যায় শীঘ্রই সমস্ত ইউজারদের জন্য এটি ছাড়া হবে। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, “WhatsApp আজ বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে। অফিশিয়াল ভার্সনের একটি আপডেট এক সপ্তাহের মধ্যে অ্যাপ স্টোরে উপলব্ধ হবে।”

নতুন এই আপডেট আসার পরে আইফোন ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার ফিচারটি অনেকটাই উন্নত হয়ে গেল। এর মাধ্যমে ইউজাররা আলাদা আলাদা চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার বেছে নিতে পারবেন। মোট ৬০টি ওয়ালপেপার থাকছে। তার মধ্যে ৩২ টি নতুন ব্রাইট ওয়ালপেপার, ৩০ টি নতুন ডার্ক ওয়ালপেপার এবং সলিড কালার থাকছে। এর মধ্য থেকে প্রত্যেকটি চ্যাট এর জন্য আলাদা ওয়ালপেপার বেছে নিতে পারবেন। এছাড়া আলাদা গ্রুপের জন্য আলাদা ওয়ালপেপার বেছে নেওয়া যাবে।

ছবি -WABetaInfo

WABetaInfo-র রিপোর্টের সঙ্গে দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, কনট্যাক্ট বা গ্রুপ ইনফোর নীচে থাকবে “Wallpaper & Sound” অপশন। এর মধ্যে ‘Choose a new Wallpaper’ নামক অপশন দেখতে পাবেন। এখান থেকেই নতুন ওয়ালপেপার বেছে নেওয়া যাবে। পুরনো ওয়ালপেপারগুলি বেছে নেওয়ার জন্য একটি আর্কাইভ থাকবে যার ফলে সহজেই পুরনো ওয়ালপেপারগুলি খুঁজে পাওয়া যাবে। যদিও ফিচারটি এখন আইফোন ইউজারদের দেওয়া হচ্ছে, আশা করা যায় ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ইউজাররাও ওই সুবিধা পেয়ে যাবেন।