Xiaomi CC 11: ট্রিপল রিয়ার ক্যামেরা ও OLED ডিসপ্লের এই ফোন লঞ্চের দুয়ারে দাঁড়িয়ে

জুলাইয়ে, Xiaomi 2107119DC মডেল নম্বরের এক নতুন স্মার্টফোন চীনের TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে স্পট করা হয়েছিল। সেই সময় TENAA-র লিস্টিং থেকে আপকামিং Xiaomi ডিভাইসটির ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এখন সম্পূর্ণ স্পেসিফিকেশনের সাথে Xiaomi 2107119DC-এর TENAA-র লিস্টিং আপডেট করা হয়েছে। কী নামে আসছে শাওমির এই ফোন, তা অবশ্য লিস্টিংয়ে উল্লেখ ছিল না। তবে এটি Xiaomi CC সিরিজের ফোন বা বিশেষভাবে বললে, Xiaomi CC 11 নামে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi CC 11 স্পেসিফিকেশন

টেনার লিস্টিং অনুসারে, Xiaomi 2107119DC বা Xiaomi CC 11 স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যা ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। সিকিউরিটির জন্য, এই ফোনে দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির আয়তন ১৬০.৫৩x৭৫.৭২x৬.৮১মিমি এবং ওজন ১৫৭ গ্রাম।

ফোনটির সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে বলে উল্লেখ আছে। ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অজানা প্রসেসরে চলবে Xiaomi CC 11৷ এটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর বলে মনে করা হচ্ছে। ৬ জিবি / ৮ জিবি জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে এই স্মার্টফোন।

শাওমি সিসি ১১ ফোনে অ্যান্ড্রয়েড ১১ প্রি-ইনস্টল করা থাকবে। পাওয়ারের জন্য, এটি ৪,১৫০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চীনে শাওমি সিসি ১১ নামে লঞ্চ হলেও ফোনটি গ্লোবাল মার্কেটে ভিন্ন নামে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন