পাঁচ বছরের সম্পর্ক শেষ, Realme-কে বিদায় জানিয়ে নতুনের পথে মাধব শেঠ

সম্পর্ক ভাঙা-গড়ার এই যুগে এবার 'প্রাক্তন' Realme, জল্পনাকে সত্যি করে জনপ্রিয় সংস্থার হাত ছাড়লেন কর্মকর্তা মাধব শেঠ।

অবশেষে সত্যি হল বিগত দুদিনের জল্পনা! পাঁচ বছর ধরে দক্ষ হাতে Realme-র কার্যভার সামলানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে কোম্পানি থেকে তার প্রস্থানের ঘোষণা করলেন প্রাক্তন Realme India CEO, গ্লোবাল ভিপি (ভাইস প্রেসিডেন্ট) তথা Realme ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট মাধব শেঠ। গত দু-তিন ধরেই শোনা যাচ্ছিল যে মাধব, Realme-র হাত ছেড়ে Honor-এর ভারতীয় শাখায় (Honor India) যোগদান করবেন। এমতাবস্থায় আজ ঘন্টা খানেক আগে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে পদত্যাগের বা সংস্থা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তথা সিইও স্কাই লি এখন সমস্ত কিছু তদারকি করবেন বলে জানিয়েছেন। তবে এরপর তিনি নিজে কী করবেন, সেই ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করেননি Realme-র ‘প্রাক্তন’ কর্মকর্তা।

মাধব শেঠের হাত ধরেই Realme-র সমৃদ্ধি?

২০১৮ সালে ওপ্পো (Oppo)-র সাব-ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ব্যবসা শুরু করার সময় থেকেই তাদের অংশ মাধব শেঠ। এরপর তিনি ২০২১ সালে কোম্পানির নতুন আন্তর্জাতিক ব্যবসায়িক ইউনিটের সভাপতি হন এবং এই বছরের মার্চের শুরুতে তাঁর পদমর্যাদা বেড়ে গ্লোবাল ভিপির জায়গায় দাঁড়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পাঁচ বছরে ভারত তথা বিশ্বের অন্যান্য অনেক বাজারে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে রিয়েলমি। আর মাধব, ব্র্যান্ডের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। বলতে গেলে তাঁর হাত ধরে ভারতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল (এমনকি দ্বিতীয় বৃহত্তম) স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা অর্জন করে রিয়েলমি। কিন্তু এই সম্পর্ক আর অবিচ্ছেদ্য রইলনা।

বিদায়ের ঘোষণার টুইটে মাধব বলেছেন যে, এই বিদায়ের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন। কোম্পানিটি তাঁর কাছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আবেগ, এমনটাও তিনি বলেছেন। সেক্ষেত্রে রিয়েলমি এখন সাফল্যের চূড়ায় থাকলেও, এটা তাঁর এগিয়ে যাওয়ার সময় বলে উল্লেখ করেছেন মাধব। যদিও তিনি পরোক্ষভাবে সবসময় সংস্থার পাশে থাকবেন, সাপোর্টার এবং কৌশলগত উপদেষ্টা হিসেবে।

Honor-এ যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেননি মাধব

বিদায়ী পোস্টে মাধব শেঠ, ভারত সরকারের রপ্তানি বাড়ানোর পদক্ষেপে খুশি প্রকাশ করেছেন। কিন্তু যেহেতু তিনি নিজের আগামী পরিকল্পনা সম্পর্কে কিছুই বলেননি, তাই তিনি ঠিক কী করতে চাইছেন তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে চীনা ব্র্যান্ডগুলি এদেশে ব্যবসা করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আর এই পরিস্থিতিতে মাধব, রিয়েলমির পদ ছেড়ে অনর ইন্ডিয়ায় যোগ দিতে চলেছেন বলে অতিসম্প্রতি রিপোর্টে দাবি করেছিল আইএএনএস (IANS)। তবে রিয়েলমির সাথে সম্পর্ক ভেঙে মাধব সত্যিই অনর ইন্ডিয়ায় যোগ দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়!