সূর্যের আলো পড়লে বদলে যাবে রঙ, Realme 9 Pro 5G ও Pro+ 5G ইউনিক ফিচার-সহ ভারতে লঞ্চ হল

আজ ভারতের বাজারে পা রাখল Realme 9 Pro 5G ও Realme Pro+ 5G। ফোনগুলির সবচেয়ে বড় হাইলাইট তাদের কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল। যা সরাসরি সূর্যের আলো বা অতিবেগুণী আলোর সামনে ধরলে রঙ হালকা নীল থেকে লালে পরিবর্তন হয়ে যাবে। যদিও শুধু সানরাইজ ব্লু কালার ভ্যারিয়েন্টে এই প্রযুক্তির কামাল দেখা যাবে।

Realme 9 Pro 5G-তে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে ও Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে। অন্য দিকে, ৯০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ও MediaTek Dimensity 920 প্রসেসরের সাথে এসেছে Realme Pro+ 5G। ফোনগুলোতে ডাইনামিক র‌্যাম এক্সপ্যানশন প্রযুক্তির মাধ্যমে বিল্ট-ইন-স্টোরেজের ৫ জিবি অংশ ভার্চুয়াল র‌্যামে রূপান্তরিত করা যাবে। Realme 9 Pro 5G ও Realme Pro+ 5G এর দাম, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

ভারতে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি এর দাম (Realme 9 Pro 5G and Realme 9 Pro+ 5G Price in India)

ভারতে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই ফোনটির একটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের মডেলেও রয়েছে যেটির দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি-এর দাম ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এই ডিভাইসটিরও একটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম ২৬,৯৯৯ টাকা এবং টপ-এন্ড মডেল ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ২৮,৯৯৯ টাকা।

রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি স্মার্টফোন দুটিকে অরোরা গ্রীন, মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ ব্লু- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। সিরিজের বেস মডেল রিয়েলমি ৯ প্রো ৫জি- এর সেল শুরু হবে ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনটি ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে কেনার জন্য উপলব্ধ হবে।

এছাড়া, দুটি নতুন রিয়েলমি ফোনই ফ্লিপকার্ট, রিয়েলমি- এর অফিশিয়াল ওয়েবসাইট এবং মেইনলাইন চ্যানেলগুলি থেকে পাওয়া যাবে। এছাড়া, এইচডিএফসি (HDFC) ব্যাংকের কার্ড এবং ইএমআই (EMI)-এর মাধ্যমে আগ্রহী ক্রেতারা রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনগুলি কিনলে সরাসরি ২,০০০ টাকার ছাড় পাবেন।

রিয়েলমি ৯ প্রো ৫জি- এর স্পেসিফিকেশন (Realme 9 Pro 5G Specifications)

নতুন রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ (ছয়-স্তর অভিযোজিত) রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি প্যানেল রয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬১৯ জিপিউ (Adreno 619 GPU)। এই হ্যান্ডসেটটি সর্বাধিক 8 জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। রিয়েলমি ৯ প্রো ৫জি স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য, Realme 9 Pro 5G ফোনের রিয়ার প্যানেল অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Realme 9 Pro 5G- এর সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই নয়া রিয়েলমি ফোনে ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Realme 9 Pro 5G ফোনটি ৯ মিলিমিটারের থেকে পাতলা এবং এর ওজন ১৯৫ গ্রাম। সর্বোপরি এই ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে, ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক৷ ফোনটিতে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি- এর স্পেসিফিকেশন (Realme 9 Pro+ 5G Specifications)

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৪ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও ডিসপ্লেতে ২.৫ডি (2.5D) কর্নিং গরিলা গ্লাস ৫- এর সুরক্ষাও রয়েছে। এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর এবং এরসাথে মালি-জি৬৮ এমসি৪ জিপিউ (Mali-G68 MC4 GPU) রয়েছে। রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনটি সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ অফার করে। এছাড়া এটিও অ্যানড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি জন্য, Realme 9 Pro+ 5G ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের মধ্যে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাথমিক সেন্সর। ক্যামেরা সেটআপে এফ/২.২ অ্যাপারচার সহ সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। Realme 9 Pro+-এ প্রাথমিক ক্যামেরা সেন্সর সংস্থার নিজস্ব প্রোলাইট ইমেজিং টেকনোলজির সাথে যুক্ত যা আরও ভাল আলো গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে বলে দাবি করা হয়েছে। এছাড়া, এই হ্যান্ডসেটে এআই নয়েজ রিডাকশন ইঞ্জিন ৩.০ (AI Noise Reduction Engine 3.0) রয়েছে যা ফটোর নয়েজ ৩০ শতাংশ কমাতে পারে।

এছাড়া, Realme 9 Pro+- এর সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনে একটি ক্লিয়ার ফিউশন অ্যালগরিদমও রয়েছে যা কম আলো থাকা অবস্থায় এবং ইনডোর সেটিংসেও আলোকিত সেলফি তুলতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে।

Realme 9 Pro+ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে, ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক৷ অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। এই ফোনে নিরাপত্তার জন্য, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

এছাড়াও, Realme 9 Pro+ 5G ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে একটি হার্ট রেট সেন্সর রয়েছে যা হার্ট রেট সনাক্তকরণ এবং রেকর্ডিং প্রদান করে। আটটি ভিন্ন হার্ট-রেট সিন লেবেল আছে। যেগুলি হল – জেনারেল, ওয়ার্কিং, এক্সারসাইজ, রেস্টিং, এক্সাইটেড, স্ট্রেসড, ফুল অফ এনার্জি এবং স্লিপলেস। এগুলি ব্যবহারকারীদের যে কোনও নির্দিষ্ট সময়ে তাদের হার্ট রেট ট্র্যাক করতে সহায়তা করবে। যদিও এই হার্ট-রেট ট্র্যাকিং ডাক্তারের অনুমোদনপ্রাপ্ত নয়।

Realme 9 Pro+ 5G মডেলে ডুয়েল স্পিকার রয়েছে যা ডলবি অ্যাটমস (Dolby Atmos) এবং হাই-রেস (Hi-Res) অডিও দ্বারা সাপোর্টেড। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৬০ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সবশেষে, ফোনটির পরিমাপ ১৬০.২x৭৩.৩x৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।