Oppo F21s Pro নজরকাড়া ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে আসছে

ওপ্পো তাদের আপকামিং Oppo F21s Pro সিরিজটি শীঘ্রই ভারতের বাজারে উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। যদিও, লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে এর আগমনের ইঙ্গিত দিয়ে এখন ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটে Oppo F21s Pro-এর জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। এই ল্যান্ডিং পেজটি আসন্ন লাইনআপের কিছু স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে। যেমন জানা গেছে, Oppo F21s Pro সিরিজে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার এআই ক্যামেরা সেটআপ থাকবে। আবার কোম্পানি দাবি করেছে যে, এটি সেগমেন্টের প্রথম হ্যান্ডসেট সিরিজ হবে, যেখানে একটি মাইক্রোলেনস ক্যামেরা থাকবে। চলুন আসন্ন লঞ্চের আগে, আপকামিং Oppo F21s Pro লাইনআপ সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, দেখে নেওয়া যাক।

Oppo F21s Pro সিরিজটি মাইক্রোলেনস ক্যামেরা সহ শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে, নয়া ওপ্পো এফ২১এস প্রো সিরিজটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এর পাশাপাশি আসন্ন হ্যান্ডসেটের একটি ল্যান্ডিং পেজও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে, যা এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। সংস্থার দাবি, এফ২১এস প্রো সিরিজের ডিভাইসগুলি তার সেগমেন্টের মধ্যে প্রথম মাইক্রোলেন্স ক্যামেরা যুক্ত হ্যান্ডসেট হিসেবে বাজারে আসবে।

এছাড়া ল্যান্ডিং পেজ অনুযায়ী, ওপ্পো এফ২১এস প্রো-এ একটি এলইডি ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার এআই ক্যামেরা সেটআপ থাকবে। স্মার্টফোনটিতে একটি অরবিট লাইটও দেখা যাবে। সেকেন্ডারি ক্যামেরা লেন্সের চারপাশে থাকা রিং লাইটকেই অরবিট লাইট বলা হচ্ছে। ওপ্পো নিশ্চিত করেছে যে, এফ২১এস প্রো সিরিজের রিয়ার প্যানেলে কোম্পানির আইকনিক ওপ্পো গ্লো ডিজাইন দেখা যাবে এবং এর পুরুত্ব হবে ৭.৬৬ মিলিমিটার।

আবার ল্যান্ডিং পেজে শেয়ার করা ছবি অনুসারে, Oppo F21s Pro সিরিজের মডেলগুলির বাম ধারে ভলিউম রকার এবং একটি সিম কার্ড ট্রে উপস্থিত থাকবে। আর ফোনের ডান পাশে অবস্থান করবে পাওয়ার বাটনটি। হ্যান্ডসেটগুলির নীচে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল দেখা যাবে। আর F21s Pro-এর ডিসপ্লের ওপরের বাম কোণে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

জানিয়ে রাখি, গত এপ্রিল মাসে ভারতের বাজারে F21 সিরিজে অন্তর্ভুক্ত Oppo F21 Pro এবং Oppo F21 Pro 5G হ্যান্ডসেট দুটি লঞ্চ হয়। তার মধ্যে ৪জি কানেক্টিভিটি যুক্ত F21 Pro-এ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।

উন্নত পারফরম্যান্সের জন্য, Oppo F21 Pro কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, F21 Pro-এর সামনে একটি ৩২ মেগাপিক্সেএর সেলফি ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo F সিরিজের এই ডিভাইসটি ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।