Electric Scooter: গাড়ির মতো ব্যাপক ফিচার এই স্কুটারে, ফুল চার্জে 120 কিমি যায়, দামও সস্তা

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারকে মাথা চাড়া দিতে দেখে ছোট-বড় নানান কোম্পানি ব্যবসা করতে আগ্রহ দেখাচ্ছে। কার্যত নিত্যনতুন মডেল লঞ্চের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা। তেমনই এবারে এমএক্সমোটো (mXmoto) এদেশে তাদের নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করল। যার নাম – mXv ECO। ই-বাইক MX9-এর পর এটি ভারতে তাদের দ্বিতীয় ইভি মডেল। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে এতে ৬ ইঞ্চি টিএফটি স্ক্রিন, ৩,০০০ ওয়াট বিএলডিসি হাব মোটর এবং সোয়াপেবল ব্যাটারি দেওয়া হয়েছে।

নতুন স্কুটারে উপস্থিত ৩,০০০ ওয়াট বিএলডিসি হাব মোটর থেকে ১৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। mXv ECO-তে উপস্থিত একটি ৩৮ অ্যাম্পিয়ার কন্ট্রোলার এবং হাই-এফিশিয়েন্ট রিজেনারেটিভ ব্রেকিং। মডেলটি লঞ্চের প্রসঙ্গে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র মালহোত্রা বলেন, “বাজেট স্কুটার হওয়া সত্ত্বেও mXv ECO হাই-এন্ড ফিচারে ভর্তি। যেমন ৬-ইঞ্চি টিএফটি স্ক্রিন, ৩,০০০ ওয়াট বিএলডিসি হাব মোটর এবং উচ্চ ক্ষমতার রিজেনারেটিভ ব্রেকিং।”

mXv ECO : রেঞ্জ, কালার অপশন ও দাম

ইলেকট্রিক ভেহিকেলটি দুটি ভ্যারিয়ন্টে হাজির হয়েছে। বেস মডেলের রেঞ্জ ১০০ কিলোমিটার এবং টপ-স্পিড ৭০ কিমি/ঘন্টা। টপ মডেলটির রেঞ্জ আরও বেশি, যা ১২০ কিলোমিটার, এবং সর্বোচ্চ গতিবেগ ১০০ কিমি/ঘন্টা। দাম যথাক্রমে ৮৪,৯৯৯ টাকা ও ৯৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। mXv ECO ইকো, কমফোর্ট ও স্পোর্টস রাইডিং মোড সহ এসেছে।

mXv ECO-তে রেট্রো ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত একটি বৃহৎ সিলভার-ফিনিশিং গ্রিল, সিলভার অ্যাপ্রন। এর চার কালার অপশনগুলি হল – জেট ব্ল্যাক, রয়াল ব্লু, গার্নেট রেড এবং স্যাক্রামেন্টো গ্রীন। স্কুটারটির অন্যান্য ফিচার্স হিসাবে আছে ডিস্ক ব্রেক, এলইডি ইন্ডিকেটর, অনবোর্ড নেভিগেশন, ব্লুটুথ সাউন্ড সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, রিভার্স , রিভার্স অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, সেল্ফ ডায়াগনসিস, এবং অটো রিপেয়ার ক্যাপাবিলিটি।