২ বিলিয়নের বেশি ‘Made in India’ ফোন তৈরির রেকর্ড, বিশ্ববাজারে বড় জায়গা করে নিল ভারত

ভারতেই ব্যাপকভাবে তৈরি হচ্ছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন, মোদী সরকারের 'মেড ইন ইন্ডিয়া' প্রোগ্রামের জয়জয়কার!

সাম্প্রতিক বছরগুলিতে ভারত প্রযুক্তি এবং বিজ্ঞানগত দিক দিয়ে অনেকটাই এগিয়েছে। দেশ ধীরে ধীরে এতটাই শক্তি বৃদ্ধি করছে যে, এখন এখানের মাটিতেই নানাবিধ ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন হচ্ছে – কমছে অন্যান্য বাজারের ওপর নির্ভরশীলতা। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্ট বলছে ভারতের ‘মেড ইন ইন্ডিয়া’ কর্মসূচি অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে, এক্ষেত্রে এদেশে স্মার্টফোন তৈরির প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। Apple, Samsung থেকে শুরু করে Xiaomi, Oppo, Nothing-এর মতো সমস্ত কোম্পানির পোর্টফোলিওতেই প্রচুর ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন রয়েছে বলে জানা গিয়েছে। Counterpoint Research-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ‘তৈরি’ স্মার্টফোনের ইউনিট পরিসংখ্যান ২ বিলিয়ন অতিক্রম করেছে। শিপমেন্টের ক্ষেত্রে রেজিস্টার হয়েছে ২৩% CAGR বা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটও।

ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী

এতটুকু পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভারত ইতিমধ্যে নতুন রেকর্ড গড়ার পথে হাঁটছে। সেক্ষেত্রে সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে বলা যায়, বিশ্বব্যাপী মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশ দ্বিতীয় বৃহত্তমের স্থানে পৌঁছেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের ডিরেক্টর তরুণ পাঠক বলেছেন যে, তারা এই কয়েক বছরে স্থানীয় উৎপাদন বৃদ্ধি পেতে দেখেছেন। গত বছর অর্থাৎ ২০২২ সালেই সামগ্রিক ভারতীয় বাজারে ৯৮ শতাংশের বেশি শিপমেন্টে ছিল ‘মেড ইন ইন্ডিয়া’ প্রোডাক্ট।

কেন্দ্র সরকারের উদ্যোগেই ভারতের এই উন্নতি

রিপোর্ট অনুযায়ী, বর্তমান কেন্দ্র সরকার যখন ২০১৪ সালে ক্ষমতা গ্রহণ করেছিল তখন ‘মেড ইন ইন্ডিয়া’ প্রোডাক্টের শিপিংয়ের হার ছিল মাত্র ১৯%। তাই এই এক দশকের কাছাকাছি সময়ে যে দেশের উন্নতি হয়েছে তাতে সন্দেহ নেই! আসলে ভারত সরকার লোকাল ম্যানুফ্যাকচারিং এবং ভ্যালু অ্যাডিশন বৃদ্ধির জন্য ফেজড ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম (PMP), প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) এবং আত্ম-নির্ভর ভারত (Atma-Nirbhar Bharat)-এর মতো যেসব স্কিম চালু করেছে তাতেই দেশীয় বাজার উপকৃত হয়েছে।

রিসার্চ অ্যানালিস্ট প্রাচীর সিং ভারতের অগ্রগতি সম্পর্কে আরও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সিংয়ের মতে, আগামীতে সরকার ভারতকে সেমিকন্ডাক্টর হাব করার দিকে মনোনিবেশ করছে। এক্ষেত্রে কেন্দ্রের তরফে ১.৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো দিক দিয়ে জোর দেওয়া হচ্ছে, যার ফলে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রোডাক্টের পরিমাণ আরও অনেকগুণ বৃদ্ধি পাবে।