লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ডুয়েল চ্যানেল ABS, ফিচার্সে প্রতিপক্ষদের ধরাশায়ী করবে Hero-র নতুন বাইক

Hero Karizma XMR 210 নিয়ে ক্রেতাদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২৯ আগস্ট লঞ্চ করবে বাইকটি। লঞ্চের দোরগোড়ায় এসে হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের বেনামী বাদশার ফের একটি টিজার প্রকাশ করল। এই ভিডিওতে প্রত্যাবর্তন করতে চলা বাইকটির ইঞ্জিন, গিয়ারবক্স, বিভিন্ন যন্ত্রাংশ ও ফিচার সম্পর্কে হিরো অবগত করেছে। চলুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

Hero Karizma XMR 210: স্পেসিফিকেশন ও ফিচার্স

কী থাকছে আসন্ন Hero Karizma XMR 210-এ? হিরোর তরফে নিশ্চিত করা হয়েছে যে তাদের নতুন মোটরসাইকেলে থাকছে DOHC আর্কিটেকচার সহ নতুন লিকুইড কুল্ড ইঞ্জিন ও ৬-স্পিড গিয়ারবক্স। হিরোর ইতিহাসে এই প্রথম কোন‌ বাইক এই লিকুইড কুল্ড প্রযুক্তি পেতে চলেছে। টিজারে দেখানো বাইকটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফুল ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্টেশন এবং ডুয়েল-চ্যানেল এবিএস।

Karizma XMR 210-এর ইঞ্জিনের গায়ে ‘210’ প্রতীক দেখা পাওয়া গিয়েছে। ইঞ্জিনটি ৪-ভাল্ভ হেডের হবে ও ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফ্ট বা DOHC আর্কিটেকচার তৈরি। ভেতরে থাকবে সিঙ্গেল সিলিন্ডার। টিজারে দেখানো হয়েছে, বাইকটি ডিজিটাল ট্যাকোমিটার সমেত হাজির হবে, যার ১০,০০০ আরপিএমে রেডলাইট। এছাড়াও ডিজিটাল গিয়ার বক্স পজিশন ইন্ডিকেটর থেকে ছয়টি গিয়ারের উপস্থিতির কথা জানা গিয়েছে।

Karizma XMR 210-এর টপ মডেলে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে। অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে বাইকটি পেতে চলেছে ডিজিটাল স্পিডোমিটার, ক্লক, টেম্পারেচার গজ, ফুয়েল গজ এবং সার্ভিস ইন্ডিকেটর। এর আগে প্রকাশিত ছবিতে বাইকটির শার্প ফেয়ারিং দেখানো হয়েছিল। উইন্ডস্ক্রিন ও স্প্লিট সিট বেশ তীক্ষ্ণ। এছাড়া ক্লিক অন হ্যান্ডেল বার সমেত বড় ফুয়েল ট্যাঙ্কের দেখা মিলবে এতে।