ইন্টারনেট কানেকশন ছাড়াই কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন, জানুন সহজ পদ্ধতি

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির মধ্যে অন্যতম হল Google Maps। গুগলের অন্যান্য পরিষেবার মতই Maps বেশ কাজের। বিশেষত আপনি যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন বা কোনো নতুন জায়গায় যাচ্ছেন তখন এটি আপনার গাইড হিসেবে সাহায্য করতে পারে। তবে ইন্টারনেট কানেকশন থাকলে তবেই অ্যাপের দিকনির্দেশ ও অন্য পরিষেবাগুলি ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো কারণে ইন্টারনেট সংযোগ না থাকলে আপনি Google Maps-এর সুবিধা উপভোগ করতে পারবেন না।

তবে আজ আমরা আপনাকে এমন একটি উপায় বলব, যাতে ইন্টারনেট কানেকশন না থাকলেও সাময়িকভাবে Google Maps ব্যবহার করতে পারবেন। আসলে গুগল ম্যাপে একটি অপশন রয়েছে যাতে ইউজাররা ম্যাপে তাদের স্থানীয় অঞ্চলের ডেটা স্টোর করে রাখতে এবং অফলাইনে ব্যবহার করতে পারেন।

অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে আপনাদের কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে:

১. প্রথমে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে গুগল ম্যাপ খুলুন। আপনি যে অঞ্চলের ডেটা ডাউনলোড করতে চান, সেই অঞ্চলের ডেটা বেশি হলে মোবাইল ইন্টারনেটের বদলে Wi-Fi ব্যবহার করুন।
২. এরপর মেনু থেকে ওপরের ডানদিকে প্রোফাইল সেকশনে যান এবং ‘অফলাইন ম্যাপস’ অপশনটি বেছে নিন।
৩. অফলাইনে ডেটা স্টোর করে রাখতে হাতের দুটি আঙুল ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চল সিলেক্ট করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন।

এই ধাপগুলি অনুসরণ করলে সহজেই অফলাইনে ম্যাপ নেভিগেশন এবং ডিরেকশন ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি যখন ইচ্ছে ম্যাপের ওই তথ্যগুলি ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট কানেকশন ছাড়াই।