128 জিবি স্টোরেজের সবথেকে সস্তা স্মার্টফোন আনল Infinix, দাম শুনলেই কিনতে ছুটবেন

গত ফেব্রুয়ারি মাসে Infinix Smart 7 ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি এইচডি+ ডিসপ্লে, Unisoc SC9863A প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। Infinix Smart 7 প্রাথমিকভাবে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের একটিই ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল। এখন, ব্র্যান্ডটি এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেল লঞ্চ করেছে।

Infinix Smart 7-এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ

ফ্লিপকার্টে ইনফিনিক্স স্মার্ট ৭ এখন ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের পাশাপাশি উচ্চতর ৪ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এই মডেলটির দাম ১০,৯৯৯ টাকা রাখা হলেও বর্তমানে ৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এটিই ১২৮ জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা ফোন।

Infinix Smart 7 128GB Model

ইনফিনিক্স স্মার্ট ৭ নাইট ব্ল্যাক, এমারেল্ড গ্রিন এবং অ্যাজুর ব্লু-এর মতো কালার অপশনে উপলব্ধ।

Infinix Smart 7-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৭-এ ওয়াটার ড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট। ফোনটি ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসরের সঙ্গে এসেছে, যা এতে শক্তিশালী কার্যক্ষমতা প্রদান করে। ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। তবে, এতে ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামও সাপোর্ট করে। স্মার্ট ৭ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Smart 7-এর রিয়ার প্যানেলে এআই (AI) লেন্স সহ একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে। এছাড়াও, এই ইনফিনিক্স ফোনে মিলবে ডুয়েল সিম, মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ইউএসবি-টাইপ সি পোর্ট, ডুয়েল ৪জি ভিওএলটিই সাপোর্ট এবং ব্লুটুথ ৪.২। নিরাপত্তার জন্য, Infinix Smart 7-এ একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।