Samsung Galaxy S20 FE 5G মিলছে ১৮,০০০ টাকা ছাড়ে, হাতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন রাখার স্বপ্ন এখনই সত্যি করুন!

সাম্প্রতিক দিনগুলিতে বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের চাহিদা বেশ বেড়েছে, কারণ সাধারণ হ্যান্ডসেটের তুলনায় এই ধরণের ফোনগুলির ফিচার এবং পারফরম্যান্স – দুই-ই আকর্ষণীয়। এই একই কারণে প্রায় প্রতিটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার ওপর জোর দিয়েছে। তবে আপনি যদি Samsung ব্র্যান্ডের ডিভাইস কিনতে চান তাও আবার সস্তায়, তাহলে আপনার এই সাধ এখন সহজেই পূরণ হতে পারে। আসলে গত বছর Samsung Galaxy S20 FE 5G (স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি) নামে একটি ফোন লঞ্চ হয়েছিল, যাতে প্রচুর আকর্ষণীয় ফিচার বিদ্যমান। সেক্ষেত্রে এই স্মার্টফোন মডেলটির দাম ৫০,০০০ টাকার বেশি হলেও, বর্তমানে এটিতে একটি বাজেট ফোনের সমমূল্যের ব্যাপক ছাড় দিচ্ছে কোম্পানি। তাই হাতে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রাখার স্বপ্ন সত্যি করতে আগ্রহীদের বেশি বেগ পেতে হবে না! কিন্তু কোথায় এবং ঠিক কী অফার মিলছে Samsung Galaxy S20 FE 5G-তে? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

Samsung Galaxy S20 FE 5G এখন কেনা যেতে পারে ৩৭,৯৯৯ টাকায়

বর্তমানে স্যামসাং ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনের দামের ওপর প্রায় ১৬,০০০ টাকা ছাড় দিচ্ছে। ফলে ৫৫,৯৯৯ টাকা মূল্যের এই স্যামসাং ফোনটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার যদি কেউ এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে এটি কিনতে চান, তাহলে তারা ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাবেন। অর্থাৎ সবমিলিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি-তে মোট ১৮,০০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে, যার ফলে এটি কেনার জন্য খরচ হবে ৩৭,৯৯৯ টাকা।

Samsung Galaxy S20 FE 5G-র স্পেসিফিকেশন (Samsung Galaxy S20 FE 5G specifications)

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটিযুক্ত স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও (Infinity-O) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে, যেখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ ৫জি প্রসেসর। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

এছাড়াও ফটোগ্রাফির জন্য এই স্যামসাং স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে সম্বলিত থাকবে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। উপরন্তু ক্রেতারা এতে চমৎকার সেলফি তুলতে পারবেন, কেননা এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ক্লাউড নেভি, রেড , মিন্ট, ল্যাভেন্ডার এবং হোয়াইট কালার অপশন বিকল্প হিসেবে পাওয়া যাবে।