SBI গ্রাহকরা এই অ্যাপ থেকে সাবধান, অ্যালার্ট জারি করলো ব্যাংক

মোবাইল অ্যাপ দ্বারা জালিয়াতির ঘটনা ভারতে ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিন আমরা এই জাতীয় জালিয়াতির ঘটনা শুনতে পাই। আর সেকারণেই গ্রাহকদের সতর্ক করলো দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া)। একটি টুইটের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের কোনও আনভেরিফায়েড মোবাইল অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। SBI বলেছে যে, এই জাতীয় মোবাইল অ্যাপ জালিয়াতিদের আপনার ডিভাইস নিয়ন্ত্রণ করার পাশাপাশি আপনার কন্টাক্ট, পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেসের অনুমতি দেয়।

এসবিআই এর তরফে টুইটে লেখা হয়েছে, ‘কিছু মোবাইল অ্যাপ্লিকেশন আপনার সংবেদনশীল তথ্যের সাথে আপস করে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। এসবিআই আপনাকে অ্যাপ ব্যবহার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছে।’ এই ক্যাপশনের পাশাপাশি একটি ছবি পোস্ট করা হয়েছে, যাতে গ্রাহকদের সুরক্ষার জন্য অনেক টিপস জানানো হয়েছে।

new security tips for sbi bank users

কিভাবে সুরক্ষিত থাকবেন :

এসবিআই জানিয়েছে যে, গ্রাহকদের সর্বদা অ্যাপ ডাউনলোডের আগে যাচাই করা উচিত।

কোনও অ্যাপ ইনস্টল করার আগে, এটি কোন সংস্থা তৈরি হয়েছে তা জেনে এবং সেটি ভিরিফায়েড কিনা লক্ষ্য রক্ষা উচিত।

যে কোনও নতুন অ্যাপকে অনুমতি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। মনে রাখবেন যে অনুমতি অ্যাপটি চাইছে তার সত্যি প্রয়োজন আছে কিনা।

কোনও অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ রাখবেন না।

আপনার স্মার্টফোনটি নিয়মিত আপডেট করে রাখুন।

ফ্রি স্ক্রীনসেভারগুলি এড়িয়ে চলুন, কারণ এই ধরনের অ্যাপের ঝুঁকি থাকে।

ফরওয়ার্ড মেসেজে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *