iPhone 13 ও iPhone 13 Pro লঞ্চ হল নজরকাড়া কালারের সাথে, দাম বাড়ল না কমলো?

৮ মার্চ ‘Apple Peek Performance’ ইভেন্টে সবচেয়ে সস্তা 5G কানেক্টিভিটিসহ লঞ্চ হয়েছে Apple iPhone SE (2022) হ্যান্ডসেট। তবে এরই সাথে iPhone 13 (আইফোন ১৩) সিরিজের জন্য দুটি নতুন কালার ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে সংস্থা। হ্যাঁ, এবার থেকে iPhone 13 এবং iPhone 13 Pro মডেল জোড়া সবুজ রঙের দুটি ভিন্ন শেডে মার্কেটে উপলব্ধ হবে, যার ফলে গ্রাহকরা এই ফোনটি কেনার ক্ষেত্রে অতিরিক্ত কালার অপশন পেয়ে যাবেন। অর্থাৎ যারা ঝকঝকে ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুখবর।

এসে গেল iPhone 13 সিরিজের নতুন কালার অপশন

আইফোন ১৩-এর সবুজ রঙের শেডটি আইফোন ১২-এর মিন্ট (Mint) কালার এবং আইফোন ১১ প্রো-এর মিডনাইট গ্রিন (Midnight Green) কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শেডটি বেশ ডার্ক এবং আকর্ষণীয়। অন্যদিকে, আইফোন ১৩ প্রো সিরিজে এখন নতুন আলপাইন গ্রিন (Alpine Green) কালার অপশন পাওয়া যাবে। এটি আইফোন ১৩-এর সবুজ রঙের চেয়ে কিছুটা হালকা এবং এতে একটি মেটালিক টাচ রয়েছে।

লেটেস্ট ফ্ল্যাগশিপ আইফোন সিরিজকে রিফ্রেশ করার জন্য অ্যাপল যে এই প্রথম কোনো ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল তা কিন্তু নয়। ২০২০ সালের স্প্রিং ইভেন্টেও অ্যাপল আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি-র জন্য পার্পল কালারের মডেল লঞ্চ করেছিল। বলা বাহুল্য যে, নতুন নতুন রঙের ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট আইফোন সিরিজগুলিকে বেশ খানিকটা সমৃদ্ধ করে তুলছে।

উল্লেখ্য যে, নতুন আইফোনে আর কোনো পরিবর্তন আনা হয়নি। সোজা কথায় বললে, গত বছরের লঞ্চ হওয়া আইফোন ১৩ সিরিজের মডেলগুলিকে এখন কেবলমাত্র নতুন আর-একটি রঙে দেখা যাবে, কিন্তু হ্যান্ডসেটগুলির স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন করা হয়নি।

দামের কথা বললে, iPhone 13 এবং iPhone 13 mini-র নতুন সবুজ রঙের ভ্যারিয়েন্টের দাম মডেল দুটির অন্য যে-কোনো কালার অপশনের দামের সমান। উল্লেখ্য, iPhone 13 mini-র দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে, এবং iPhone 13-এর ১২৮ জিবি বেস মডেলের দাম ৭৯,৯০০ টাকা। অন্যদিকে, iPhone 13 Pro-এর আলপাইন গ্রিন কালারের বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা, এবং iPhone 13 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে।