Triumph Trident 660: ট্রায়াম্ফ-এর সবচেয়ে সস্তা বাইকের দাম ভারতে একলাফে 50 হাজার টাকা বাড়ল

গত বছর এপ্রিলে Triumph-এর সবচেয়ে কম দামি মোটরসসাইকেল হিসেবে Trident 660 ভারতে পা রেখেছিল৷ কিন্তু তার এক বছর না পেরোতেই নেকেড রোডস্টার বাইকটির দাম একধাক্কায় ৫০,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে ট্রায়াম্ফ৷ তবে এই মূল্য বৃদ্ধির জন্য কোনো নির্দিষ্ট কারণ সংস্থার তরফে খোলসা করা হয়নি। উল্লেখ্য, স্ট্রাইকিং গুড লুক্স, ডাইনামিক হ্যান্ডলিং, সুপিরিয়র টেকনোলজি এবং থ্রিলিং পারফরম্যান্সের জন্য Triumph Trident 660-এর সুখ্যাতি রয়েছে যথেষ্টই। আবার এই মোটরবাইকের হাত ধরেই ভারতে প্রিমিয়াম মিডিল-ওয়েট রোডস্টার সেগমেন্টে পদার্পণ করেছে সংস্থাটি। আসুন প্রিমিয়াম বাইকটির খুঁটিনাটি প্রসঙ্গে এক ঝলক বুলিয়ে নেওয়া যাক।

ট্রায়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০ দাম (Triumph Trident 660 Price)

২০২১, এপ্রিল মাসে লঞ্চ হওয়ার সময় প্রিমিয়াম বাইক ট্রায়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০ (Triumph Trident 660)-এর ঘোষিত দাম ছিল ৬.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা এখন ৫০,০০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৫ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। উল্লেখ্য, ভারতে ট্রায়াম্ফ-এর পোর্টফোলিওতে এটাই সবচেয়ে সস্তা মডেল৷

ট্রায়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০ ইঞ্জিন (Triumph Trident 660 Engine)

ট্রাইডেন্ট ৬৬০-এ রয়েছে ৬৬০ সিসি ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ১০,২৫০ আরপিএম গতিতে ৮১ পিএস শক্তি এবং ৬,২৫০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক পাওয়া যায়। ৬৬০ সিসির শক্তিশালী ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দিতে এতে ৬-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে৷

ট্রায়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০ ফিচার্স (Triumph Trident 660 Features)

Triumph Trident 660-এ রয়েছে ফুল এলইডি লাইটিং এবং একটি অপশনাল ব্লুটুথ রেডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। মোটরসাইকেলটি চারটি রঙের বিকল্পে বাজারে উপলব্ধ – ম্যাট জেট ব্ল্যাক অ্যান্ড ম্যাট সিলভার আইস, ক্রিস্টাল হোয়াইট, সিলভার আইস অ্যান্ড ডায়াব্লো রেড এবং স্যাফায়ার ব্ল্যাক।