১৪ হাজার টাকার কমে 5G ফোন, খুশির দিন নিয়ে হাজির Amazon, কেনাকাটায় বিশাল ছাড়

এই উৎসবের মরশুমে জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন (Amazon)-এ গত ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে এবছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Amazon Great Indian Festival 2022) সেল। এখন আবার, এই সেলের অংশ হিসেবে কোম্পানি বিশেষ ‘এক্সট্রা হ্যাপিনেস ডে’ (Extra Happiness Days) অফার ঘোষণা করেছে। অফারগুলি গতকাল (৮ অক্টোবর) মধ্যরাতে লাইভ হয়েছে এবং অ্যামাজন জানিয়েছে যে গ্রাহকরা বিশাল ডিসকাউন্ট সহ সমস্ত ক্যাটাগরির লেটেস্ট প্রোডাক্টগুলি কেনার সুযোগ পাবেন। দ্য এক্সট্রা হ্যাপিনেস ডেস স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, স্বাস্থ্য ও ব্যক্তিগত যত্নের সামগ্রী এবং শিশুদের পণ্য-এর মতো একগুচ্ছ প্রোডাক্টের জন্য বিশেষ ডিল এবং অফার নিয়ে হাজির হয়েছে। তবে, এই অফারে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনগুলি বিশেষভাবে ক্রেতাদের নজর কাড়বে।

Amazon Great Indian Festival 2022: Extra Happiness Days Offers

২৩ সেপ্টেম্বর চালু হওয়া গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের এই পর্বে, কেনাকাটা আরও সাশ্রয়ী হবে কারণ গ্রাহকরা তাদের কেনাকাটাতে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank), সিটি ব্যাঙ্ক (Citibank) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই (EMI) লেনদেনের সাথে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন৷ গ্রাহকরা বিনা খরচে অগ্রণী ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv) এবং অ্যামাজন পে লেটার (Amazon Pay Later)-এ উপলব্ধ ইএমআই (EMI) পেমেন্টের মাধ্যমে তাদের বাজেট অনায়াসেই বাড়াতে পারেন। অ্যামাজন দাবি করেছে যে, ক্রেতারা অ্যামাজন পে ইউপিআই (Amazon Pay UPI)-এর সাথে ওয়েলকাম রিওয়ার্ডে ৬০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

আবার, একটি বিজ্ঞপ্তিতে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকরা সীমিত মেয়াদের ‘ডায়মন্ডস ধামাকা’ অফারটিও উপভোগ করতে পারবেন, যা ১,৫০০ টাকা এবং তার বেশি টাকার মোট বিলে ১৫০ টাকা ক্যাশব্যাকের প্রতিশ্রুতি দেয়। গ্রাহকরা নির্বাচিত পণ্যগুলিতে প্রাপ্ত “৭৫০ ডায়মন্ডস” রিডিম করতে পারবেন৷

প্রসঙ্গত, বর্তমানে অ্যামাজনের ডেডিকেটেড গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল পেজটি, অ্যামাজন ইকো প্রোডাক্ট এবং বাছাই করা স্মার্টফোনের অফারগুলিকে তালিকাভুক্ত করেছে। উদাহরণস্বরূপ, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত OnePlus 10R 5G ফোনটি এখন ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে। iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। iPhone 12 (৬৪ জিবি)-এর দামও কমে মাত্র ৪৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। iPhone 12-এর ১২৮ জিবি মডেলটি ৫৪,৪৯০ টাকায় মিলবে। এর পাশাপাশি, Kindle (দশম প্রজন্ম) ৬,৪৯৯ টাকা অফার মূল্যে পাওয়া যাচ্ছে এবং সেলে Echo Dot (তৃতীয় প্রজন্ম, ব্ল্যাক) + Wipro 9W LED স্মার্ট কালার বাল্ব কম্বোর দাম হয়েছে ১,৭৯৯ টাকা। উল্লেখিত সমস্ত প্রোডাক্টের সাথে ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।