অপেক্ষার অবসান! Pulsar 400 কবে আসছে জানিয়ে দিল Bajaj, দাম কেমন হতে পারে

বাজারে কান পাতলে শোনা যাচ্ছিল, Bajaj Pulsar 400 চলতি মাসেই লঞ্চ হতে পারে। বাইকটি নিয়ে উন্মাদনার অন্যতম কারণ, এটি এখনও পর্যন্ত পালসার ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন যুক্ত মডেল হতে চলেছে। অসংখ্য ক্রেতা লঞ্চের পথ চেয়ে অপেক্ষা করে আছেন। কিন্তু অপেক্ষার সময় আরও দু-তিন মাস বাড়বে বলেই এক সাক্ষাৎকারে সংস্থার শীর্ষকর্তা জানিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, লঞ্চের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে বলেই খবর। Pulsar 400 এপ্রিল থেকে জুনের মধ্যে অফিশিয়ালি আত্মপ্রকাশ করবে।

Bajaj Pulsar 400 এপ্রিল-জুনের মধ্যে ভারতে লঞ্চ হবে

কয়েক সপ্তাহ আগেও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল চলতি মাস অর্থাৎ মার্চ, ২০২৪-এ Pulsar 400 লঞ্চ হচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে, বাইকটির উপরে কাজ এখনও বাকি অর্থাৎ অফিশিয়াল লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। সে কারণেই লঞ্চের দিনক্ষণ কয়েক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাজাজ।

এখনও পর্যন্ত মোটরসাইকেলটির সম্পর্কে বিশেষ কোন তথ্য সামনে আসেনি। জল্পনা শোনা যাচ্ছে, ৪০০ সিসির পালসার স্টাইলিংয়ের দিক থেকে নতুন প্রজন্মের পালসার মডেলগুলিকে অনুসরণ করবে। Pulsar NS400 নামে হাজির হতে পারে এটি। এগিয়ে চলার শক্তি জোগাতে থাকছে ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা KTM 390 Duke-এও আছে। তবে এতে আউটপুট সামান্য কমানো হতে পারে।

Bajaj Pulsar 400 বাইকের দাম কত হতে পারে

নতুন Pulsar NS400-এর দামের প্রসঙ্গে নিশ্চিতভাবেই বলা যায় যে, এটি সবচেয়ে দামি পালসার মডেল হিসেবে বাজারে আসবে। দাম ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।