Google Maps-কে অন্ধ বিশ্বাস, পরিবার সমেত গাড়ি নিয়ে খালে পড়লেন ড্রাইভার!

গন্থব্যস্থলে পৌঁছানোর রাস্তা বা কোনো জায়গা চেনা না থাকলে বিশ্বের অধিকাংশ মানুষই Google Maps (গুগল ম্যাপস)-এর সাহায্য নিয়ে থাকেন। আর Google-এর এই ভার্চুয়াল মানচিত্রের সহায়তায় অধিকাংশ ক্ষেত্রেই একদম নির্ভুলভাবে যথাস্থানে পৌঁছে যাওয়া যায়। এতে মেলে রাস্তা বা যানবাহন সম্পর্কিত আপডেটও। তবে অচেনা জায়গায় Google Maps-এর সাহায্য নিয়ে রাস্তা চিনতে গিয়ে বিপদে পড়ার ঘটনাও রয়েছে ভূরিভূরি। দেশে কিংবা বিদেশে প্রায়শই এই প্ল্যাটফর্মটির অন্য আরেকটি দিকের কথা শোনা যায় এবং অনেক ক্ষেত্রেই এর ফলাফল হয় মর্মান্তিক। সেক্ষেত্রে সম্প্রতি আমাদের দেশে এরকমই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে, যেটি সম্পর্কে শোনার পর অনেকেই হয়তো Google Maps-এর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন।

Google Maps-এর দেখানো রাস্তা অনুসরণ করতে গিয়ে গাড়ি গিয়ে পড়লো খালে

আলোচ্য ঘটনাটি ঘটেছে কেরালায়। জানা গিয়েছে, গুগল ম্যাপসের সাহায্যে নিয়ে কেরলের কুম্বানাড়ের দিকে যাচ্ছিল চার সদস্যের এক পরিবার। গুগল ম্যাপসের দেখানো পথে চালক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তবে পরমুহূর্তে কী ঘটতে চলেছে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। অ্যাপটি তাদের সোজা রাস্তায় যেতে বলে, আর অগাধ বিশ্বাসে টেক জায়েন্টটির ভার্চুয়াল মানচিত্র পরিষেবাকে অনুসরণ করতে গিয়ে আচমকাই তাদের গাড়িটি খালে পড়ে যায়।

সৌভাগ্যবশত অক্ষত রয়েছেন সকলেই

চারজনের ওই পরিবারে ছিল তিন মাসের একটি শিশুও। তবে সৌভাগ্যবশত যথাসময়ে গাড়ি থেকে নেমে যাওয়ায় রক্ষা পেয়ে গিয়েছে গোটা পরিবার। আসলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটিকে খালে পড়ে যেতে দেখে অবিলম্বে ছুটে এসে সকলের জীবন রক্ষা করেন, নইলে যে কী মারাত্মক বিপদ ঘটে যেতে পারত সেটা নিশ্চয়ই সকলেই আঁচ করতে পারছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, তিন বছরের এক ছোট্ট শিশুও গুগল ম্যাপসের জন্য প্রাণ হারাতে পারতো! তবে খুশির খবর এই যে, সেসব কিছুই ঘটেনি; গুগল ম্যাপসের দরুণ বিপদে পড়লেও স্থানীয় লোকজনের সৌজন্যে সম্পূর্ণ অক্ষত রয়েছে ওই পরিবার।

আগেও বহুবার ঘটেছে এরকম দুর্ঘটনা

আগেই বলেছি যে এই প্রথম নয়, এর আগেও Google Maps-এর দেখানো রাস্তাকে অনুসরণ করতে গিয়ে বিপদে পড়েছেন বহু মানুষ। অনেকেই নিজেদের গন্তব্যে পৌঁছোতে পারেননি, আবার কেউ মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। উল্লেখ্য, Google Maps-এর ভুলে গত বছর মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আকোল অঞ্চলে এমনই একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। কোলাপুরের তিন ব্যবসায়ী মহারাষ্ট্রের সর্বোচ্চ শিখর কলসুবাইয়ে বেড়াতে যাওয়ার সময় সঠিক রাস্তা না চেনায় Google Maps-এর সহায়তা নিয়েছিলেন। Google তাদের এমন একটি নিকটতম রাস্তা দেখিয়েছিল, যা তাদেরকে সরাসরি একটি বাঁধের দিকে নিয়ে যায় এবং সেখানেই তাদের গাড়িটি জলের তলায় তলিয়ে যায়। আসলে বর্ষাকালে এই বাঁধটির ওপর প্রায় ২০ ফুট জল জমে যাওয়ায় সেটিকে বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি জানতেন, তাই তারা ওই রাস্তাটি ব্যবহার করতেন না। কিন্তু Google Maps-এর উপর অগাধ ভরসা করে সেই রাস্তায় যাওয়ায় ওই তিনজনের গাড়ি সরাসরি জলে তলিয়ে যায় এবং দুর্ঘটনাবশত একজন প্রাণ হারান।

অতএব আমরা বলব, বাইরে বেরোনোর সময় চোখ কান খোলা রাখুন। শুধু আধুনিক প্রযুক্তির ওপর চোখ বুজে ভরসা করে নিশ্চিন্ত হয়ে যাবেন না!