Micromax EV: ফোন অতীত, বাজার কাঁপাতে এবার ইলেকট্রিক বাইক আনছে মাইক্রোম্যাক্স

একসময় স্মার্টফোনের দুনিয়ায় স্যামসাং (Samsung), নোকিয়া (Nokia)-র মতো সংস্থাদের টেক্কা দিয়েছিল মাইক্রোম্যাক্স (Micromax)। দেশীয় কোম্পানির দৌরাত্ম্যে ফিকে হয়ে গিয়েছিল বিদেশি স্মার্টফোন নির্মাতাদের বাজার। কিন্তু এখন এ সবকিছুই ইতিহাস। এই সংস্থার দাপট বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু হাল ছাড়তে নারাজ মাইক্রোম্যাক্স। এবারে সংস্থাটি ব্যবসায় দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ভাবছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা গেছে, এবারে ‘মাইক্রোম্যাক্স মোবিলিটি’ নামক একটি সংস্থার জন্য ফাইলিং দায়ের করেছে মাইক্রোম্যাক্সের সহ প্রতিষ্ঠাতা সুমিত কুমার, বিকাশ জৈন ও রাজেশ আগারওয়াল। অর্থাৎ কোম্পানিটি যানবাহনের ব্যবসায় পদার্পণ করতে চলেছে।

Micromax বৈদ্যুতিক টু-হুইলার ব্যবসায় পা রাখতে চলেছে

প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, এবছরের শুরু থেকেই যানবাহন ব্যবসা শুরুর জন্য নথি তৈরি করা ও আলোচনার পর্ব শুরু করে দিয়েছিল কোম্পানির আধিকারিকরা। ভারতীয় প্রযুক্তির বাজারে এবারে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে কোম্পানিটিকে। জানা গেছে, বৈদ্যুতিক যানবাহন তৈরিতে ব্রতী হতে চলেছে তারা। প্রথাগত টু-হুইলার নির্মাতা এবং Ola-র মতো কোম্পানিগুলিকে টক্কর দিতেই এই পদক্ষেপ মাইক্রোম্যাক্সের।

ইলেকট্রিক টু হুইলার ব্যবসা শুরুর ক্ষেত্রে সংস্থাটিকে যে যথেষ্ট বেগ পেতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে বিগত ক’মাসে মাইক্রোম্যাক্সের প্রধান ব্যবসায়িক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদস্থ অফিসার পদত্যাগ করেছেন বলে খবর। স্মার্টফোন ব্যবসায় সংস্থার বেহাল দশা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও বারংবার ব্যর্থতার মুখ দেখেছে তারা। মাইক্রোম্যাক্সের এক সময়কার অন্যতম প্রতিদ্বন্দ্বি লাভা (Lava) প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে বর্তমানে Xiaomi, Vivo ও Oppo-র মতো চীনা সংস্থাগুলির সাথে টক্কর চালাচ্ছে।

তাই এবারে পুরনো জমি ফিরে পেতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় নামতে চলেছে মাইক্রোম্যাক্স। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দু’চাকাতেই মনোনিবেশ করতে পারে তারা। যে ক্ষেত্রে বর্তমানে রশি নিজের হাতে রেখেছে Ola Electric, Ather, TVS-এর মতো রাশভারী কোম্পানিগুলি। এদিকে শুধুমাত্র Micromax নয়, Xiaomi, Apple-এর মতো স্মার্টফোন নির্মাতারা বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে বাজারে। তাই মাইক্রোম্যাক্সের ক্ষেত্রেও এই বিষয়টি জনগণকে বিশেষ অবাক করবে বলে মনে হয় না।