Realme GT Neo 3 শীঘ্রই পাওয়া যাবে ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে, কবে লঞ্চ হবে জেনে নিন

গত মার্চ মাসে প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা রিয়েলমি চীনে ৮০ ওয়াট এবং ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টে Realme GT Neo 3 হ্যান্ডসেটটি উন্মোচন করে। বর্তমানে এই ডিভাইসের ১৫০ ওয়াট ভ্যারিয়েন্টেটি দুটি স্টোরেজ কনফিগারেশনে বাজারে উপলব্ধ রয়েছে। আগামী ২৬ মে রিয়েলমি চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Realme Pad X 5G এবং Power Bank 3 Pro Naruto Edition- এর ওপর থেকে পর্দা সরানো হতে পারে। শোনা যাচ্ছিল এই একই ইভেন্টে Realme GT Neo 3-এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি লঞ্চ হতে পারে। সেই জল্পনাকেই সত্যি করে সংস্থা নিশ্চিত করেছে যে, Realme GT Neo 3-এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ২৬ মে উন্মোচিত হবে। লঞ্চ ইভেন্টে নতুন ভ্যারিয়েন্টের দামও নিশ্চিত করা হবে।

Realme GT Neo 3- এর ৫১২ জিবি স্টোরেজ মডেলটি চলতি সপ্তাহেই বাজারে আসছে

বর্তমানে রিয়েলমি জিটি নিও ৩-এর ১৫০ ওয়াট মডেলটি দুটি কনফিগারেশনে বাজারে পাওয়া যাচ্ছে – ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৩০০ টাকা) এবং ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৬০০ টাকা)। আর আসন্ন ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,০০০ টাকা)। মনে করা হচ্ছে যে, নতুন সংস্করণটির উন্মোচন চীনে আসন্ন ৬১৮ (১৮ জুন) শপিং ফেস্টিভ্যালের উদ্দেশ্যেই করা হবে৷ জিটি নিও ৩ ১৫০ ওয়াট হ্যান্ডসেটটি ম্যানস, হারিকেন ব্ল্যাক এবং সিলভারস্টোন – এই তিন কালার অপশনে পাওয়া যায়।

প্রসঙ্গত, রেডমি আজ চীনে তাদের Note 11T সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে। Note 11T Pro+ কোম্পানির প্রথম নোট ব্র্যান্ডেড স্মার্টফোন হিসেবে ৫১২ জিবি স্টোরেজের সাথে আসবে। এছাড়াও এতে ডিভাইসটি ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি থাকবে। তাই অনুমান করা যায়, Realme GT Neo 3-এর ৫১২ ভ্যারিয়েন্টটি Note 11T Pro+ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ লঞ্চ হওয়া Realme GT Neo 3-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত। এতে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য, এই রিয়েলমি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 3 ৮০ ওয়াট ও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ যথাক্রমে ৫,০০০এমএএইচ/ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি প্রদান করে।