Best Selling Scooters: Activa-র দাপট অব্যাহত, এগুলি নভেম্বরে সর্বাধিক বিক্রিত পাঁচটি স্কুটার

টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাগুলি এ বছর ভারতে একাধিক নতুন মডেলের স্কুটার লঞ্চ করেছে। কিন্তু পুরানো কয়েকটি অতি জনপ্রিয় স্কুটার এখনও নিজেদের ‘করিশমা’ দেখিয়েই চলেছে। জনপ্রিয়তা এবং বিক্রির নিরিখে তাদের জুড়ি মেলা ভার। এ রকমই নভেম্বরে দেশে সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি স্কুটার নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Honda Activa

তালিকার প্রথম স্থানে আছে হন্ডা অ্যাক্টিভা, যার দুটি ভ্যারিয়েন্ট বাজারে উপলব্ধ  – Activa 6G ও Activa 125। অন্যান্য মাসগুলির মতো নভেম্বরেও সর্বাধিক বিক্রির রেকর্ড ধরে রাখতে পেরেছে স্কুটারটি। নভেম্বরে অ্যাক্টিভার ১,২৪,০৮২ ইউনিট বিক্রি হয়েছে। যদিও গত মাস এবং গত বছরের নভেম্বরের তুলনায় বিক্রি যথাক্রমে ৩৬.৯১% এবং ৪৫.০৫% কমেছে।

TVS Jupiter

অন্যান্যবারের মত নভেম্বরে সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে টিভিএস জুপিটার, যা ১১০ সিসি ও ১২৫ সিসি ভ্যারিয়েন্টে উপলব্ধ৷ বিক্রিতে জুপিটার ১২৫-এর  যথেষ্ট অবদান রয়েছে। নভেম্বরে জুপিটার রেঞ্জের বিক্রির সংখ্যা ছিল ৪৪,১৩৯ ইউনিট। তবে এ ক্ষেত্রেও গত মাস এবং গত বছরের নভেম্বরের তুলনায় জুপিটারের বিক্রি যথেষ্টই কমেছে, যার শতকরা হার হল যথাক্রমে ৩৮.৮৩% ও ২৯.৫২%। অন্যদিকে ব্যবসা সম্প্রসারণের জন্য সংস্থাটি BMW Motorrad এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী দু’বছরের মধ্যেই কোম্পানি দুটি যৌথভাবে ইলেট্রিক টু-হুইলার সামনে আনবে৷

Suzuki Access 125

শেষ দু’মাস ধরে সুজুকি অ্যাক্সেস ১২৫ এই তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে। নভেম্বরে এর ৪২,৪৮১ ইউনিট বিক্রি হয়েছে যা অন্যান্য মাসের তুলনায় সামান্য কম। সংস্থাটি আবার স্পোর্টি ১২৫ সিসি সেগমেন্টে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সম্প্রতি Avenis স্কুটারটি লঞ্চ করেছে, যার মূল প্রতিদ্বন্দ্বী TVS NTorq।

TVS NTorq

দেশীয় বাজারে পা রাখার পর টিভিএস এনটর্ক পারফরম্যান্স এবং ফিচারগুলির কারণে যথেষ্ট সাড়া পেয়েছে স্কুটার অনুরাগীদের থেকে। নভেম্বরে স্কুটারটির ১৯,১৫৭ ইউনিট বিক্রি হয়েছে৷ যে কারণে এটি বেস্ট সেলিং স্কুটারের তালিকায়  চতুর্থ স্থান দখল করেছে।  আবার টিভিএস গত সপ্তাহে TVS NTorq-এর স্পাইডারম্যান এডিশন (Spiderman Edition) ও থর এডিশন (Thor Editon) লঞ্চ করেছে।

Yamaha Ray ZR

নভেম্বরে ১২,৩৪৪ ইউনিট বিক্রির মধ্য দিয়ে তালিকার সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানটি দখল করেছে Yamaha Ray ZR। গত মাসে বিক্রির সংখ্যায় স্কুটারটি তার প্রতিদ্বন্দ্বী Honda Dio-কে পিছনে ফেলেছে। রে জিআর-এর হাইব্রিড (Hybrid) ভার্সনটি লঞ্চের কারণেই এর বিক্রি বেড়েছে বলে মনে করা হচ্ছে। চমকপ্রদ বিষয় হল মিল্ড-হাইব্রিড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই স্কুটারটির পরীক্ষিত মাইলেজ ৭১ কিমি/লিটার।